করিনার বাড়ির বাইরে সারা এবং অনিল পুত্র হর্ষবর্ধন, কিন্তু কেন? জানতে ক্লিক করুন এখানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2017 12:48 PM (IST)
মুম্বই: করিনা কপূর খান ও সেফ আল খানের বাড়ির বাইরে হঠাৎই দেখা গেল সারা আলি খান এবং অনিল কপূরের পুত্র হর্ষবর্ধন কপূরকে। তবে এইমুহূর্তে তাঁদের একসঙ্গে ডেট যাওয়ার কোনও খবর না থাকলেও, তাঁদের এক ছবিতে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সূত্র। সূত্রের দাবি, প্রথমে শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে সারার ডেবু করার কথা ছিল। পরে শোনা যাচ্ছিল হৃত্বিক রোশনের সঙ্গে প্রথম ছবি করতে চলেছেন সারা। এমনকি সে প্রসঙ্গে চুক্তিপত্রে সই পর্যন্ত করে ফেলেছেন। এরপরই হর্ষবর্ধনের সঙ্গে দেখা গেল সারাকে। তাহলে কী সারা ডেবু করছেন হর্ষবর্ধনের সঙ্গে? যদি সেটা হয়, তাহলে, অন-স্ক্রিনে আবার একটা দারুন জুটি তৈরি হবে, এবিষয়ে কোনও সন্দেহই নেই। তবে সারা এবং হর্ষবর্ধন একসঙ্গে বেবোর বাড়িতে আসেননি, একসঙ্গে বেরোতেও দেখা যায়নি তাঁদের। ঘনিষ্ঠ সূত্রের দাবি সারার জন্য সেরাটাই ভাবনা চিন্তা করছেন করিনা-সেফ।