কলকাতা: ছবির নাম ঘোষণা হয়েছিল আগেই, প্রকাশ্যে এসেছে পোস্টারও। এবার প্রকাশ্যে এল 'ডাঃ বক্সী' (Doctor Bakshi) ছবির অন্যতম চরিত্র 'মৃণালিনী'র ক্যারেক্টার টিজার। অভিনয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। নিজের সোশ্যাল মিডিা হ্যান্ডলে ক্যারেক্টার টিজার পোস্ট করেন অভিনেত্রী নিজেই।
'মৃণালিনী' শুভশ্রী
ক্যারেক্টার রিভিল টিজার থেকে মনে করা হচ্ছে, ছবিতে এক ভ্রমণকাহিনি রচয়িতার চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। তিনি একটি বই লিখেছেন। এক ট্রাভেলর যার প্রধান চরিত্রে। টিজারে জানা যাচ্ছে বেড়াতে গিয়ে সমস্যায় পড়ে সেই চরিত্র। নিজের বইয়ের প্রধান চরিত্র মূলত লেখিকার আঙ্গিকেই তৈরি।
এদিন টিজার পোস্ট করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'এক লেখিকা যে তাঁর নিজের উপন্যাসের দুঃস্বপ্নে নিজেই বন্দি। নিয়ে এলাম 'ডাঃ বক্সী'র মৃণালিনীকে। প্রথম ঝলক টিজার রইল...'
গত ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ছবি মুক্তির তারিখ। সপ্তাশ্ব বসু পরিচালিত এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও দেখতে পাওয়া যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত ও মাহি করকে। ছবি মুক্তি পাবে ৪ নভেম্বর।
আরও পড়ুন: Brahmastra: 'ব্রহ্মাস্ত্র' মুক্তির ২৫ দিন সম্পূর্ণ, বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকার ব্যবসা ছবির
নতুন ধরনের রহস্য নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন ডাঃ বক্সী। পরিচালক সপ্তাশ্ব বসুর আগের ছবি 'প্রতিদ্বন্দ্বী'-তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গেছিল নানা ধরণের মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিপ্নিক। সেই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মত দাপুটে অভিনেতারা। 'প্রতিদ্বন্দ্বী'তে দেখা যায় ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষর। ডাঃ বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তাঁর কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। ফলে এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন, যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থের জন্য কিছু মহৎ কাজ করে তখন তাঁর কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডাঃ বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অরিন্দম।