মুম্বই: দলীপ ট্রফিতে ভাল ফর্মে ছিলেন। একটি শতরানও হাঁকিয়েছেন। কিন্তু এরপরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি পৃথ্বী শ-র। আর এরপরই নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মুম্বইয়ের এই ওপেনার ব্যাটার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি লাইন লিখেছেন এই তরুণ ক্রিকেটার। যা দেখে মনে হচ্ছে যে নির্বাচকদের প্রতিই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পৃথ্বী। 


কী লিখেছেন পৃথ্বী?




২২ বছর বয়সি তরুণ নিজের স্ট্যাটাসে লেখেন, "তাঁদের কথাকে বিশ্বাস করো না, তাঁদের কাজকে বিশ্বাস করো, কারণ কাজই প্রমাণ করবে কেন তাঁদের মুখের কথা অর্থহীন।" ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-এ লাগাতার পারফর্ম করে আসছেন পৃথ্বী শ। শেষ বার ভারতের জার্সিতে তিনি খেলেছিলেন শ্রীলঙ্কা সফরে ২০২১ সালের জুলাই মাসে। উল্লেখ্য, ভারতের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ, ছয়টি একদিনের ম্যাচ এবং একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছেন পৃথ্বী।


বুমরার বদলে শামি?


বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয় যে বুমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামতে পারবেন না। তাঁর বদলি হিসাবে জাতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে মূলত তিন বোলার, মহম্মদ শামি, দীপক চাহার ও মহম্মদ সিরাজ। বুমরার বদলি হিসাবে ভারতীয় দলে যে সব খেলোয়াড় সুযোগ পেতে পারেন, তাঁদের মধ্যে সম্ভবত সবথেকে সম্ভাবনা বেশি মহম্মদ শামির (Mohammad Shami)। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে থাকলেও, এ বছর তাঁকে রিজার্ভেই রেখেছেন নির্বাচকরা। করোনার জেরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি শামি। তবে তিনি চোট সারিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। শামি ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় প্রাক্তন কোচ রবি শাস্ত্রীরা নিজেদের হতাশা প্রকাশ করেছিলেন। তবে খবর অনুযায়ী বুমরার চোটে শামিই বিশ্বকাপ দলে সুযোগ পেতে চলেছেন।