কলকাতা: প্রেম পরিণতি পেল খাতায় কলমে। আইনি বিয়ে সারলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যেত এই জুটির প্রেমের গুঞ্জন। টেলিভিশনের একটি শো-তে এসে নিজের মুখেই প্রেমের জল্পনায় শিলমোহর দিয়েছিলেন ঈপ্সিতা। শনিবার রাতে সেই প্রেমই পরিণতি পেল বিয়েতে।


গতকাল অর্থাৎ শনিবার আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র ছবি ভাগ করে নিয়েছেন ঈপ্সিতা। ভরাট চিকন কাজের পাঞ্জাবিতে সেজেছেন অর্ণব। লালের বদলে ঈপ্সিতাও বেছেছিলেন হালকা সোনালি শাড়ি, সঙ্গে হালকা সোনার গয়না। মাথার খোঁপা আর কপালের লাল টিপে তাঁর সাজ পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড করে ঈপ্সিতা লেখেন, 'মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ভালোবাসা।' সেইসঙ্গে হ্যাশট্যাগে অভিনেত্রী জুড়ে দেন এনগেজড ও ম্যারেড শব্দই। আইনি বন্ধনে বাঁধল প্রেম, রেজিস্ট্রি সারলেন ঈপ্সিতা অর্ণব।


এই ছবি প্রকাশ্যে আসতেই কমেন্টবক্স ভরেছে শুভেচ্ছায়। নিজের প্রোফাইলে এই ছবি ভাগ করে নিয়ে শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী ঈশী ভট্টাচার্য্য। ধারাবাহিক 'শ্রীময়ী'-তে জনপ্রিয় ছিল অর্ণব আর ঈশীর জুটি। পর্দার নায়কের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন পর্দার 'দিঠি'। তবে কেবল ঈশী নয়, গৌরব চক্রবর্তী থেকে শুরু করে অনিন্দিতা রায়চৌধুরী, মিসমী দাস, শুভেচ্ছাবার্তায় নতুন জুটিকে ভরিয়েছেন সবাই। 


আপাতত 'আলতা ফড়িং' ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অর্ণব। তার বিপরীতে অভিনয় করছেন খেয়ালী মণ্ডল। এই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন খেয়ালী। অন্যদিকে ধারাবাহিক 'ধূলোকণা'-তে অভিনয় করছেন ঈপ্সিতা। অভিনেত্রী ছবি ভাগ করে নিলেও সোশ্যাল মিডিয়ায় এখনও কোনও ছবি ভাগ করে নেননি অভিনেতা।


আরও পড়ুন: এক কাপ কফিও বিক্রি হয়নি মিঠুন চক্রবর্তীর রেস্তোরাঁয়!


'আলতা ফড়িং' ধারাবাহিকের নায়কের ভূমিকায় অভিনয় করছেন অর্ণব। পর্দায় মধ্যবিত্ত পরিবারের ব্যাঙ্কের চাকুরে তিনি, নাম, অভ্রদীপ। বাস্তবে অভ্রদীপের সঙ্গে কতটা মিল অর্ণবের চরিত্রের? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অর্ণব একটু হেসে বললেন, 'অভ্রর মত অর্ণবও দায়িত্বশীল। পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে। আর হ্যাঁ, পর্দার চরিত্রের মত আমিও না বলতে পারি না।' 


আরও দায়িত্বশীল হয়ে উঠুক জীবন, ভালো থাক টেলিপাড়ার এই জুটি।