মুম্বই : সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কিংবা স্টেটাস দিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন আমির খানের (Aamir Khan) মেয়ে ইরা খান (Ira Khan)। এবারও তাঁর ব্যতিক্রম নয়। তবে, এবার ইরা খানের নতুন পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। তাহলে তি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন আমির-কন্যা (Aamir khan Daughter Ira Khan)? অনেকদিন ধরেই ইরা খান সম্পর্কে রয়েছেন সেলেব ফিটনেস ট্রেনার নুপুর শিখারের সঙ্গে। দুজনের প্রচুর ছবি হামেশাই পোস্ট করে থাকেন ইরা খান। সেটা দুজনে কোথাও ছুটি কাটাতে যাওয়াই হোক অথবা দুজনের মজার বিভিন্ন মুহূর্ত। এবার ইরা খান পোস্ট করেছেন এমন একটা ছবি, যা নিয়ে তাঁর বিয়ের জল্পনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 


বিয়ে করছেন আমির কন্যা ইরা খান?


সম্প্রতি ইরা খান নতুন একটি ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর বয়ফ্রেন্ড নুপুর শিখার এবং ইরা খানের ঠাকুমা জিনত খানকে। ছবির নিচে ইরা খান লিখেছেন, 'অনেক ছবির মতোই আরও একটা ছবি।' সে তো ইরা খান লিখেছেন। কিন্তু, পারিবারিক এরকম ছবি দেখে নেট নাগরিকরা খুব একটা শান্ত থাকতে পারছেন কোথায়? তাই সোশ্যাল মিডিয়ায় ইরা খান, জিনত খান এবং এবং নুপুরের ছবি শেয়ার হওয়া মাত্রই ঝড় বয়ে গিয়েছে কমেন্টের। 



আরও পড়ুন - Koffee With Karan: 'ও অন্তাভা'-র তালে সামান্থার সঙ্গে আল্লু অর্জুনের জায়গায় অক্ষয় কুমার!


সাধারণ মানুষ যেমন কমেন্ট করেছেন, তেমনই কমেন্ট করেছেন নুপুরের মা থেকে অভিনেত্রী ফতিমা সানা শেখও। নুপুরের মা এবং ফতিমা কমেন্ট বক্সে লাল হৃদয়ের ইমোজি-তে রাঙিয়ে দিয়েছেন। বেশিরভাগ অনুরাগীরাই কমেন্ট বক্সে ভালোবাসার ইমোজি পোস্ট করেছেন। কেউ লিখেছেন, 'দুজনকে বরাবরের মতোই খুব ভাল দেখতে লাগছে।' কেউ বা আবার লিখেছেন, 'অনেকদিন পর জিনত আন্টিকে দেখতে পেয়ে মনটা ভরে গিয়েছে।' কেউ-কেউ জল্পনা উসকে লিখেছেন, 'আপনারা কি খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাইছেন?' এর জবাব অবশ্য এখনও দেননি ইরা। তবে, নেট নাগরিকরা মনে করছেন, যেকোনও দিনই এবার চার হাত এক হয়ে যেতে পারে। প্রসঙ্গত, ইরা খানকে গত দীপাবলিতে দেখা গিয়েছিল নুপুরদের বাড়িতে। আবার গত ক্রিসমাসের সময় আমির খানকে দেখা গিয়েছিল ইরা এবং নুপুরের সঙ্গে সময় কাটাতে। দুজনের সম্পর্ক তো আর শুধুই দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। দুই পরিবারও হয়ে উঠেছে একে অপরের খুব কাছের। তাই ইরা খানের বিয়ে নিয়ে নেট নাগরিকদের মধ্যে কোনও অবাক হওয়ার বিষয় নেই। আছে শুধু শুভদিনের তারিখটা জানার আগ্রহ।