ছবিতে তাঁর বয়ফ্রেন্ড মিশাল কৃপালনির সঙ্গে রোমান্টিক ভঙ্গিতে দেখা গিয়েছে ইরাকে। ছবি শেয়ার করে ইরা লিখেছেন, ‘সব কিছু ঠিক হয়ে যাবে’।
উল্লেখ্য,দীর্ঘদিন সাসপেন্স রাখার পর ইরা গত জুন মাসে মিশালের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানিয়েছিলেন। ইনস্টাগ্রামে এক ইউজার তাঁকে প্রশ্ন করেছিলেন, কারুর সঙ্গে ডেট করছেন কিনা। এই প্রশ্নের জবাবে ইরা মিশালের সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, তিনি মিশালের সঙ্গে ডেট করছেন।
ইরা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মিশালের সঙ্গে ছবি মাঝেমধ্যেই শেয়ার করেন। এর আগে ভ্যালেন্টাইন ডে-তে মিশালের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যাতে মিশালকে পিয়ানোর সামনে বসে গাইতে দেখা গিয়েছিল। ইরা আমির ও রিনা দত্তর মেয়ে। তাঁকে প্রায়ই আমিরের সঙ্গে দেখা যায়।
মেয়ে সম্পর্কে বলতে গিয়ে আমির বলেছিলেন, আমি জানি না ইরা কী করতে চায়। ও খুবই সৃষ্টিশীল এবং সিনেমা নিয়ে ওর উত্সাহ রয়েছে। কয়েক বছর পর ও সিনে দুনিয়ায় আসতে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।