নয়াদিল্লি: একেই বলে গ্রহের ফের। যে সিবিআই অফিস উদ্বোধনে একদিন সশরীরে হাজির ছিলেন তিনি, আজ সেখানেই রাত কাটাতে বাধ্য হলেন পালানিয়াপ্পন চিদম্বরম। মধ্য দিল্লির সিবিআই সদর দফতরে বন্দি রয়েছেন তিনি।
গতকাল রাতে গ্রেফতারের পর প্রথমে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর শুরু হয় জেরা। রাত সাড়ে বারোটা পর্যন্ত জেরা চলে। সিবিআই সূত্রে খবর, তদন্তকারী অফিসারকে আইনের পাঠ পড়ানোর চেষ্টা করেন চিদম্বরম। অফিসার জানান, চিদম্বরম এখন হেফাজতে রয়েছেন। এরপর গারদে যাওয়ার কথা বলায়, চিদম্বরম জানান, তিনি একা থাকতে পারেন না, ভয় করে। এরপর তদন্তকারী অফিসার তাঁর সঙ্গে যান। সিবিআই সূত্রে খবর, রাতে তিনবার জল খান চিদম্বরম। সকালে চা দেওয়া হয় তাঁকে। সকাল ৮টা থেকে ফের শুরু হয় জেরা। দেওয়া হয় বাড়ি থেকে আসা খাবার, জামাকাপড় পরিবর্তনেরও সুযোগ দেওয়া হয়। তবে জানা গিয়েছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সুবাদে একদিন এই সিবিআই রিপোর্ট করত চিদম্বরমকে। ২০১১-র ৩০ জুন নতুন ভবন উদ্বোধনের পর ভিজিটর্স বুকে এখনও দেখা যায় তাঁর লেখা নোট, ১৯৮৫ থেকে নানাভাবে সিবিআই-এর সঙ্গে কাজ করার পর এই সংস্থা তার নতুন ঘর পেয়েছে দেখে আমি গর্বিত। দেশের শ্রেষ্ঠ তদন্তকারী সংস্থা আরও শক্তিশালী হোক, হয়ে উঠুক প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তম্ভ।
ভবন উদ্বোধনের পর মন্ত্রীদের গোটা বহুতল ঘুরিয়ে দেখানো হয়, বাদ যায়নি একতলার লকআপও। গতরাতটা সেখানেই, ৫ নম্বর লকআপে কাটিয়েছেন চিদম্বরম। ঘরের বাইরে ছিলেন দুজন রক্ষী।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়া-য় ৩০৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সংক্রান্ত মামলায় দুর্নীতির অভিযোগে চিদম্বরমকে গ্রেফতার করা হয়েছে। আইএনএক্স মিডিয়া-র মালিক পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় শিনা বরা হত্যা মামলায় আগেই গ্রেফতার হয়েছেন। চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের একটি সংস্থার মাধ্যমে ওই অর্থ হাতবদল হয় বলে অভিযোগ।
জেলে প্রথম রাত, একা গারদে থাকতে ভয় করে, সিবিআই-কে জানালেন চিদম্বরম
ABP Ananda, Web Desk
Updated at:
22 Aug 2019 01:13 PM (IST)
জানা গিয়েছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -