মুম্বই: শুধু মহিলারা নন, পুরুষ অভিনেতাদের পক্ষেও নিরাপদ নয় বলিউড। কাজ চাইতে আসা প্রত্যেক শিল্পীকে সেখানে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়। ইরফান খানের মত অভিনেতাও এর শিকার হয়েছেন।
প্রিয়ঙ্কা চোপড়া, রিচা চাধা ইতিমধ্যেই এর বিরুদ্ধে মুখ খুলেছেন। এবার হাটে হাঁড়ি ভাঙলেন দ্য লাঞ্চবক্সের অভিনেতা। ইরফান জানিয়েছেন, বলিউডে তাঁর প্রথম দিনগুলোয় তাঁকে আপস করতে বলা হয়। কারও নাম তিনি করেননি। জানিয়েছেন, নারী, পুরুষ উভয় ধরনের পরিচালকরাই জানিয়ে দেন, কাজ পেতে হলে সঙ্গে শুতে হবে। এই সমস্যার সমাধান একটাই, পরিষ্কার না বলা।
তিনি বলেছেন, মহিলা, পুরুষ সকলেই এ ধরনের ইঙ্গিত পান কিন্তু মহিলাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। তবে যদি কারও সম্মতির অপেক্ষা না রেখে তাঁর ওপর জোর খাটানো হয়, তা অত্যন্ত দুঃখের।
এ ধরনের যৌন নিগ্রহকারীদের মুখোশ খুলে দেওয়া উচিত বলে মনে করেন ইরফান। তাঁর কথায়, যদি কেউ ভাবেন, আপসের বদলে তিনি কিছু পাবেন, তবে সেটা তাঁর নিজস্ব পছন্দ। কিন্তু কেউ যদি বারবার এমন প্রস্তাব করেন, তবে তাঁর পর্দা ফাঁস করা উচিত।
তাঁর বক্তব্য, বলিউডের কাস্টিং কাউচ প্রথা সমাজেরই প্রতিবিম্ব তুলে ধরে। যদি সমাজে মহিলারা বেশি ক্ষমতাশালী হন, তবে পুরুষ শোষিত হবেন। তাই শোষণ এখানে বড় কথা নয়, আসল কথা হল, তা চেপে যাওয়া।
কাজ দেওয়ার জন্য শুতে বলতেন মহিলা পরিচালকরা, ইরফান খানের বিস্ফোরক স্বীকারোক্তি
ABP Ananda, Web Desk
Updated at:
27 Oct 2017 12:59 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -