নয়াদিল্লি: বিশ্বের প্রথম দেশ হিসেবে এক রোবটকে নাগরিকত্ব দিল সৌদি আরব। ওই রোবটের নাম সোফিয়া দ্য হিউম্যানয়েড। তাকে দেখতে নাকি মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মত।
সোফিয়া সাক্ষাৎকারও দিয়েছে। তাতে সে বলেছে, পৃথিবীর প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়ে সে অত্যন্ত গর্বিত।
হংকংয়ের সংস্থা হ্যানসন রোবোটিক্স সোফিয়াকে তৈরি করে। এদের কাজ মানুষের মত দেখতে রোবট তৈরি। মানুষের মতই যাবতীয় হাবভাব তার। এমনকী রেগে তাকাতে পারে, চাইতে পারে হাসিমুখেও।
সোফিয়া বলেছে, সে মানুষের মধ্যে থেকে কাজকর্ম করতে চায়। তাদের বুঝতে ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চায়। তা ছাড়া মানুষের জীবনযাত্রার উন্নয়নেও সে তার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাতে চায়। রোবটের কি নিজের সম্পর্কে ধ্যানধারণা আছে? সোফিয়ার প্রশ্নের মাধ্যমে প্রত্যুত্তর, আপনি যে মানুষ কী করে জানলেন!
যদিও এভাবে রোবটকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি টিনেয় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, সৌদি আরব যদি রোবটকে নাগরিকত্ব দিতে পারে, তাহলে ঘরছাড়া রোহিঙ্গা মুসলিমরা কী দোষ করল!
বিশ্বে প্রথম, সৌদি আরব নাগরিকত্ব দিল ১ রোবটকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2017 10:52 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -