নয়াদিল্লি: আজ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হয়েছেন অভিনেতা ইরফান খান। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ। সহ-অভিনেতা, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা শোকজ্ঞাপন করছেন। ছোট পর্দা থেকে শুরু করে বলিউড, হলিউডের জনপ্রিয় সব ছবিতে অভিনয় করেছেন ইরফান। বিভিন্ন চরিত্রে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারতেন। সেটাই তাঁর সবচেয়ে বড় গুণ।


দেখে নেওয়া যাক এই অভিনেতার জীবনের ১০টি উল্লেখযোগ্য ঘটনা-

  • রাজস্থানে জন্ম হয় ইরফানের। তাঁর আসল নাম সাহাবজাদে ইরফান আলি খান।

  • জীবনের শুরুতে খেলোয়াড় হওয়ার ইচ্ছা ছিল ইরফানের। কিন্তু পরিবারের লোকজনের কাছ থেকে কোনওরকম সাহায্য না পেয়ে তিনি সেই বাসনা ত্যাগ করেন। এরপর তিনি অভিনয় করবেন বলে ঠিক করেন। কিন্তু তাতেও পরিবারের লোকজন বাধা দেন। তাঁরা টায়ারের পারিবারিক ব্যবসায় যোগ দিতে বলেন। তবে শেষপর্যন্ত সব বাধা টপকে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি।

  • ছবিতে অভিনয়ের আগে চাণক্য, ভারত এক খোঁজ, সারা জাঁহা হামারা, বনেগি আপনি বাত, চন্দ্রকান্তা, শ্রীকান্ত, স্পর্শের মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন ইরফান।

  • এই অভিনেতার জীবনের প্রথম ছবি ছিল মীরা নায়ারের ‘সালাম বম্বে’। ইরফান তখন ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র। কিন্তু শ্যুটিং শুরু হওয়ার দু’দিন আগে মীরা তাঁকে এই ছবি থেকে বাদ দেন। যদিও পরের ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন বলে জানান।

  • মীরা তাঁর প্রতিশ্রুতি বজায় রেখে ‘দ্য নেমসেক’এ প্রধান চরিত্রে ইরফানকে নেন।

  • ইরফানের জীবন নিয়ে বই লিখেছেন অসীম ছাবরা। বইটির নাম ‘ইরফান খান: দ্য ম্যান, দ্য ড্রিমার, দ্য স্টার।’

  • ২০১০ সালে নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় হলিউড তারকা মার্ক রাফালোর সঙ্গে দেখা হয় ইরফানের। ‘লাইফ অফ পাই’ ছবিতে ইরফানের অভিনয়ের প্রশংসা করেন মার্ক।

  • গত বছর থেকেই ব্রেন টিউমার নিয়ে সমস্যায় ছিলেন ইরফান।

  • এই অভিনেতার স্ত্রী বাঙালি। তাঁর নাম সুতপা শিকদার। তাঁদের দুই ছেলে আয়ান ও বাবিল। সুতপা এনএসডি-তে ইরফানের ব্যাচমেট ছিলেন। ইরফান পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার সহ বহু সম্মান পেয়েছেন।