মুম্বই: নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খানের অনুরাগীদের জন্য একটা বড় খবর সামনে এল। জানা গেছে, ইরফান মুম্বইয়ে ফিরে এসেছেন এবং শীঘ্রই তাঁর আগামী সিনেমা ‘হিন্দি মিডিয়াম ২’ সিনেমার শ্যুটিংও শুরু করতে চলেছেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, লন্ডনে চিকিত্সা করিয়ে ভারতে ফিরে এসেছেন ইরফান। লন্ডন থেকে ফিরে আসার পর এবার ইরফানের চিকিত্সা চলছে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে।
প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইরফানের সাস্থ্য এখন আগের তুলনায় ভালো এবং খুব শীঘ্রই তিনি কাজে ফিরবেন। তাঁর আগামী সিনেমা ‘হিন্দি মিডিয়াম ২’-র শ্যুটিং আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
সিনেমার শ্যুটিং গত বছরের আগস্টে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইরফানের অসুস্থতার জন্য শ্যুটিং স্থগিত করে দেওয়া হয়। ছয় মাস পর আবার সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে।
এর আগে গত বছরের দীপাবলির সময় ইরফান দেশে ফিরেছিলেন এবং নাসিকে নিজের পরিবারের সঙ্গেই উত্সব উদযাপন করেছিলেন তিনি। পরে চিকিত্সার জন্য ফের লন্ডনে ফিরে যান তিনি।
গত বছরের মার্চে তাঁর অসুস্থতার কথা জানিয়েছিলেন ইরফান। এর পর থেকে লন্ডনে চিকিত্সা চলছিল তাঁর। অনুরাগীদের কাছে নিজের সম্পর্কে তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত জানিয়েছেন তিনি। কিন্তু গত কিছুদিন এ ব্যাপারে কোনও কিছু জানাননি তিনি।
দেশে ফিরেছেন ইরফান খান, খুব শীঘ্রই শুরু করবেন ‘হিন্দি মিডিয়াম ২’ সিনেমার শ্যুটিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2019 06:51 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -