করাচি: বিশ্বকাপে যে ছয়বার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। কিন্তু একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। প্রত্যেকবারই বারের মুখ দেখতে হয়েছে তাদের। কিন্তু এবার সেই ধারাতে ছেদ পড়বে বলে মনে করছেন প্রাক্তন পাক অধিনায়ক মইন খান। তাঁর বিশ্বাস, ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে ভারতকে হারানোর মতো প্রয়োজনীয় ক্ষমতা সরফরাজ আহমেদের দলের।
আগামী ১৬ জুন বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচ হবে ওল্ড ট্র্যাফোর্ডে।
মইন খান বলেছেন, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের খরা কাটানোর সব ধরনের ক্ষমতা বর্তমান দলের রয়েছে। কারণ, পাক দলে প্রতিভার অভাব নেই, সেইসঙ্গে রয়েছে বৈচিত্র্য ও গভীরতা। পাশাপাশি, সরফরাজ এখন দল বেশ ভালোভাবে পরিচালনা করছে।
ভারতের বিরুদ্ধে বহু স্মরণীয় ম্যাচে খেলেছেন মইন। তিনি ১৯৯২ এবং ১৯৯৯-এর বিশ্বকাপে পাক দলে ছিলেন। সেই মইন বলেছেন, পাকিস্তান এবার বিশ্বকাপে ভারতকে হারাবে বলে তিনি আত্মবিশ্বাসী। মইন বলেছেন, আমি একথা বলছি তার কারণ, দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ছেলেরা ওদের হারিয়েছিল। আমার মনে হয়, জুনে ইংল্যান্ডে যে পরিবেশ থাকবে, সেখানে আমাদের বোলাররা বেশি সুবিধা পাবে।
আগামী বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডকেই সবচেয়ে শক্ত প্রতিপক্ষ মনে করছেন প্রাক্তন পাক অধিনায়ক।
তিনি বলেছেন, এটা খুবই চিত্তাকর্ষক বিশ্বকাপ হতে চলেছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকেই ফেভারিট মনে করছি। আমাদের দলের মনোবলও তুঙ্গে। আর দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলার পর বিশ্বকাপে নামাটা খুবই ভালো।