মা নেই! শেষকৃত্যে থাকতে পারলেন না ইরফান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2020 11:40 PM (IST)
পরিচালক সুজিত সরকারের সঙ্গে ইরফানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কঠিন এই পরিস্থিতিতে ফোনেই ইরফানের পাশে থাকার বার্তা দেবেন, জানালেন তিনি।
মুম্বই: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খানের মা সইদা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। দীর্ঘদিনই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। জয়পুরের বেণীওয়াল কান্তা কৃষ্ণা কলোনিতে থাকতেন তিনি। ইরফান যদিও এখন মুম্বইয়ে। লকডাউনে বন্ধ বিমান। সূত্রের খবর, শরীরও অসুস্থ তাঁর। তাই হয়ত শেষকৃত্যে অংশ নিতে পারেননি তিনি। শনিবারই সইদা বেগমের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিচালক সুজিত সরকারের সঙ্গে ইরফানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কঠিন এই পরিস্থিতিতে ফোনেই ইরফানের পাশে থাকার বার্তা দেবেন, জানালেন তিনি। ২০১৮ সালে নিউরোএন্ডোক্রিন ক্যান্সারে আক্রান্ত হন ইরফান খান। বহুদিন বিদেশে চিকিৎসা চলে তাঁর।