কলকাতা: এত দিনের তীব্র বিজেপি-বিরোধিতা কি এবার ইতির পথে? বৃহস্পতিবার বেশ কয়েক ঘণ্টা দক্ষিণের দাপুটে অভিনেতা প্রকাশ রাজকে (Actor Prakash Raj Joins BJP) নিয়ে এমনই আলোচনা চলল সোশ্যাল মিডিয়ায়। তবে শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়েছেন প্রকাশ স্বয়ং। 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন,'...ওরা বোধহয় বুঝতে পেরেছে যে ওরা এতটাও সমৃদ্ধ (মতাদর্শগত ভাবে) নয় যে আমাকে কিনতে পারবে।'
যেখান থেকে বিতর্ক...
তা হলে শুরু থেকে বলা যাক? এক 'এক্স' ব্যবহাকারীর প্রোফাইল থেকে দাবি করা হয়েছিল, বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ বিজেপিতে যোগ দিতে চলেছেন দক্ষিণের এই ডাকসাইটে অভিনেতা। খবর ছড়াতেই তুমুল হইচই শুরু হয়ে যায়। বিজেপির নীতির কট্টর বিরোধী বলে পরিচিত প্রকাশ শেষমেশ সেই দলেই কিনা যোগ দেবেন? পরে নিজের X হ্যান্ডেল থেকে ওই পোস্টটির স্ক্রিনশট দিয়ে ধোঁয়াশা কাটান অভিনেতাই। কটাক্ষ করে লেখেন, 'দেখে মনে হচ্ছে, ওরা খুব চেষ্টা করেছিল। তবে বোধহয় বুঝতে পেরেছে যে এতটাও সমৃদ্ধ (মতাদর্শগত ভাবে) নয় যে আমাকে কিনতে পারবে।'
বিজেপি বিরোধিতা...
এমনিতে অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল স্পষ্ট খুললেই বোঝা যাবে, তিনি ঘোর বিজেপি-বিরোধী। রাখঢাক না করে ২০১৮ সালের জানুয়ারিতে একটি ইংরেজি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানে বলে দিয়েছিলেন, 'আমি মোদি-বিরোধী, শাহ-বিরোধী-হেগড়ে-বিরোধী।' সেই প্রকাশ রাজ, দাপুটে অভিনেতা প্রকাশ রাজ কিনা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়াতে দেরি হয়নি। তবে বরাবরের মতো এবারও তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের অবস্থান।
প্রসঙ্গত, নিজের বিজেপি-বিরোধিতার কথা অতীতেও বহু বার স্পষ্ট করে জানিয়েছিলেন দাপুটে অভিনেতা। বার বার বিজেপির নীতির সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। গত বছরের নভেম্বরে, একটি অলংকার বিপণির বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলার তদন্তে তাঁকে ডেকে পাঠায় ইডি। সেই নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। প্রকাশ তখন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'খেলা হবে।' ২০২১ সালে বঙ্গ বিধানসভায় নির্বাচনের আগে তৃণমূলের এই স্লোগান ধার করে আরও স্পষ্ট করে দিয়েছিলেন নিজের অবস্থান। যে দিন ইডি-র সমন আসে, তার কয়েকদিন আগেই আমদাবাদে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। সেই নিয়ে অভিনেতার একটি 'এক্স' পোস্ট তুমুল বিতর্ক তৈরি করেছিল। পোস্টে তিনি লিখেছিলেন, 'এত দিন ধরে মহড়া দিয়েও বক্তৃতা দিতে না পারায় অপয়া যেন মর্মাহত। ' সঙ্গে ছিল একটি ক্রপড ভিডিও যাতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী।এর আগেও একাধিক বার মোদি-বিরোধিতায় সোশ্যাল মিডিয়া পোস্ট করতে শোনা গিয়েছে। একবার যেমন লিখেছিলেন, 'প্রিয় লাইলামা, কখন মিথ্যা কথা বলছেন, সেটা মনে রাখা কি খুব কঠিন?' এখানেও তাঁর কটাক্ষের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী বা বলা ভাল প্রধানমন্ত্রীর দুটি পোস্ট। চন্দ্রযান-৩ নিয়ে বিতর্কিত 'এক্স' পোস্ট করেও তুমুল সমালোচনা কুড়িয়েছেন প্রকাশ। নিজের রাজ্য, কর্নাটকের হিন্দুত্ববাদী সংগঠন তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও করে। কিন্তু তিনি থামেননি, বদলাননি। সেই তাঁর বিজেপি-যোগের খবর ছড়াতে হইচই হওয়াই স্বাভাবিক। তবে নিজস্ব স্টাইলেই সেই সম্ভাবনা খারিজ করে দেন অভিনেতা।
আরও পড়ুন:'ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি', কঙ্গনার মন্তব্যে শুরু বিতর্ক