মুম্বই: শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। আর সেই বায়োপিকের মুখ্য চরিত্রে অভিনয় করার জন্যে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নাম শোনা যাচ্ছে। কিন্তু এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে অক্ষয় স্বয়ং মনে করেন, তাঁকে আদও এই চরিত্রে হয়তো মানাবে না। এবিষয় এক সাংবাদিক বৈঠকে অক্ষয় বলেন, ছবির নির্মাতাদের এপ্রসঙ্গে আর একটু ভাবনা-চিন্তা করা প্রয়োজন।
‘রুস্তম’-এর সাফল্য নিয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অক্ষয়কে এই ছবি প্রসঙ্গে জিজ্ঞেস করেন সাংবাদিকরা। তখন অভিনেতাকে পাল্টা প্রশ্ন করা হয়, তাঁর কাকে মনে হয় বাল ঠাকরের চরিত্রের জন্যে সবচেয়ে বেশি মানাবে। এপ্রসঙ্গে, অক্ষয় কোনও মন্তব্য করতে রাজি হননি।
শিবসেনার প্রতিষ্ঠাতাকে নিয়ে বায়োপিক বানাচ্ছেন তাঁরই নাতি রাহুল এবং তাঁর স্ত্রী স্মিতা। বায়োপিকের জন্যে বিভিন্ন অভিনেতাদের নাম ঘুরে বেড়াচ্ছে বলিউডের আনাচ-কানাচে। এরমধ্যে অক্ষয়ের নামও শোনা গিয়েছে।
সম্প্রতি অক্ষয় অভিনীত ‘রুস্তম’ পর্দায় মুক্তি পেয়েছে। ছবিটি ১৯৫৯ সালে ঘটে যাওয়া চাঞ্চল্যকর নানাবতী মামলা থেকে অনুপ্রাণিত। এই ঘটনায় এক নৌ-অফিসার তাঁর স্ত্রীর প্রেমিককে খুন করেছিলেন।
তবে এইমুহূর্তে ভারতীয় সিনেমায় বায়োপিকগুলো ভাল ব্যবসা করছে, মনে করেন অক্ষয়। এরমধ্যেই ‘রুস্তম’ ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। অক্ষয় মনে করেন, এই ট্রেন্ড লক্ষ্য করে, ভারতীয় ছবির নির্মাতাদের আরও বেশি করে বায়োপিক বানানোর দিকে মনে দেওয়া উচিত্।
অক্ষয়কে ফের পর্দায় দেখা যাবে ‘জলি এলএলবি ২’ এবং রজনীকান্তের ‘রবোট’ ছবির সিকুয়্যেলে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাল ঠাকরের বায়োপিকে মুখ্য চরিত্রে অক্ষয় কুমার? নায়ক নিজে এপ্রসঙ্গে কী ভাবছেন দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Aug 2016 04:50 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -