কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বিভিন্ন বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেন তিনি। পাশাপাশি ব্লগও লেখেন অমিতাভ। সদ্য সোশ্যাল মিডিয়ায় তাঁর এক অনুরাগী, অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) নিয়ে করা তাঁর একটি পোস্ট তুলে ধরেছিলেন। অমিতাভ সেই পোস্টের যথার্থ জবাব দিয়েছেন। কী ঘটেছে? কী লিখেছেন অমিতাভ?
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অমিতাভ?
অমিতাভ বচ্চন নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে লিখেছেন, 'আমার প্রার্থনা সবসময় অভিষেকের সঙ্গে রয়েছে। অভিষেক যে চরিত্রগুলো বেছে নেয় সেগুলো একটার থেকে আর একটা একেবারে আলাদা এবং এই প্রত্যেকটা ছবি করার জন্য অভিষেককে যথেষ্ট খাটতে হয়। আর সাফল্য পাওয়া এত সহজ নয়। ভালবাসা আর আশীর্বাদ।' এর পরে, অভিষেকের ছবি দিয়ে আরও একটি পোস্ট করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, 'এবং অভিষেক বচ্চনের জন্য অসীম প্রশংসা। 'আমার ছেলে, ছেলে হওয়ার কারণে আমার উত্তরাধিকারী হবে না, যারা আমার উত্তরাধিকারী হবে তারা আমার ছেলে হবে।' হরিবংশ রাই বচ্চন।'
অমিতাভের এই পোস্টে একজন ব্যবহারকারী আবার লেখেন, 'বচ্চন সাহেব, এবার আমার মন্তব্য মুছে ফেলবেন না। বচ্চন সাহেবের লেখার বিষয়বস্তু শেষ হয়ে গিয়েছে, তিনি T 5323 নম্বর এক্স -এ যা লিখেছিলেন, সেটাই এখানে কপি করেছেন। কিছু নতুন বিষয় আনুন স্যার। আমার টাইমলাইন থেকে নিন, অনেক নতুন বিষয়বস্তু পাওয়া যাবে।' এর জবাবে অমিতাভ লেখেন, 'যখন প্রয়োজন হবে, তখন নেব, আপাতত আপনি আমার ব্লগ পড়তে পারেন।' এর সঙ্গে অমিতাভ তাঁর ব্লগের লিঙ্কও শেয়ার করেছেন।
এছাড়াও, একজন এক্স ব্যবহারকারী লিখেছেন- 'হরিবংশজীর কথা তো বলছেন আপনি, তবে খুব ভালো কথা। কিন্তু, একবার চিন্তা করবেন, আপনি কি সত্যিই হরিবংশজীর উত্তরাধিকারী হতে পেরেছেন? আপনি খ্যাতি পেয়েছেন, তাই তিনি আজ শুধু আপনার বাবা হয়ে রয়ে গেছেন। বাকি তো........ এর জবাবে অমিতাভ লিখেছেন- 'আপনার বাবার কোনো কথা কোট করার মতো থাকলে কথা বলুন। আমার তো সৌভাগ্য যে আমি তাঁর, আমার বাবাজীর কথাগুলোকে আমার জীবনধারা মনে করি। বাকি তো...?????'
জানিয়ে দিই, অমিতাভ মার্চ 2025-এ একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন- 'আমার ছেলে, ছেলে হওয়ার কারণে আমার উত্তরাধিকারী হবে না' যারা আমার উত্তরাধিকারী হবে তারা আমার ছেলে হবে।' আমার বাবার কথা এটা, এবং অভিষেক তা পালন করছেন। ব্যবহারকারী এই পোস্টটি মনে করিয়ে অমিতাভের কাছে প্রশ্ন করেছিলেন।