বাহুবলী’ অভিনেতা প্রভাসের সঙ্গে চিরঞ্জীবীর ভাইঝি নিহারিকার বিয়ের যে খবর ভাইরাল হয়েছিল, সেই খবরের সত্যতা প্রসঙ্গে এবার মুখ খুললেন নিহারিকার বাবা। এছাড়া নিহারিকাও এক বেসরকারি চ্যানেলে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁর এবং প্রভাসের বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা।

 

প্রসঙ্গত, নিহারিকার পরিবারের সদস্যরা চান এইমুহূর্তে অভিনেত্রী-কন্যা কেরিয়ার নিয়ে বেশি ভাবনাচিন্তা করুক। বিয়ের বিষয়টি কেউ গুরুত্ব দিয়ে ভাবছেনই না।

নিহারিকা হলেন চিরঞ্জীবীর ভাই নগেন্দ্র বাবুর মেয়ে। ২০১৬ সালে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন তিনি। ছবি ছাড়াও একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন নিহারিকা।

এদিকে প্রভাসের পরিবার যে তাঁর জন্যে উপযুক্ত পাত্রী খুঁজছে, সেকথা একাধিক সাক্ষাতকারে শোনা গিয়েছে। ‘বাহুবলী’র শ্যুট চলাকালে প্রায় ৬ হাজার বিয়ের প্রস্তাব একবার পান প্রভাস। যদিও সেসময় কাজের খাতিয়ে সবই প্রত্যাখনা করেন অভিনেতা। মাঝে অনুষ্কা শেট্টির সঙ্গে সম্পর্কের কথাও কানাঘুষোয় শোনা গিয়েছিল। তারপর আচমকাই নিহারিকা-প্রভাস সম্পর্কে বিয়ের গুঞ্জন শোনা যায়। তবে সেটাও যে সত্যি নয়, তাও প্রমাণ হয়ে গেল।