বুমরাহের তুখোড় বোলিং প্রতিভা এবারের বিশ্বকাপে বারবার চমকে দিয়েছে সকলকে। দরকারের সময় অনায়াসে তিনি তুলে নিয়েছেন বিপক্ষের গুরুত্বপূর্ণ সব উইকেট। আর এবার শোনা যাচ্ছে, সেই বুমরাহ নাকি প্রেম করছেন। দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে তাঁর।
অনুপমা বুমরাহকে টুইটারে ফলো করতে শুরু করার পরেই এ নিয়ে গুঞ্জন শুরু হয়। অনেকে বলেন, দুজনের নিশ্চয় অ্যাফেয়ার চলছে। যদিও অনুপমা কড়াভাবে জানিয়ে দিয়েছেন, যাবতীয় জল্পনা ভুল, বুমরাহ তাঁর বন্ধু ঠিকই, তবে তাঁদের মধ্যে কোনওভাবেই প্রেমের সম্পর্ক নেই।
আগামীকাল ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। কথিত এই প্রেমের ব্যাপারে বুমরাহের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।