নয়াদিল্লি: আন্তর্জাতিক ইভেন্টে ফের সোনা জিতলেন ভারতের তারকা স্প্রিনটার হিমা দাস। পোল্যান্ডে কুন্টো অ্যাথলেটিকস মিটে মহিলাদের ২০০ মিটার ইভেন্টে প্রথম হলেন তিনি। কয়েকমাস আগেই পিঠের সমস্যায় ভুগছিলেন তিনি। সেই চোট সারিয়ে কুন্টো অ্যাথলেটিক মিটে ২০০ মিটারে ২৩.৯৭ সেকেন্ড সময় করে সোনা জিতলেন তিনি।অন্যদিকে, ভিকে ভিসমায়া ২৪.০৬ সেকেন্ড সময় করে রূপো জিতেছেন।
জাতীয় রেকর্ডের অধিকারী মহম্মদ আনাস পুরুষদের ২০০ মিটারে ২১.১৮ সেকেন্ড সময় করে সোনার পদক জিতেছেন।
চলতি বছর এই নিয়ে হিমা দ্বিতীয় আন্তর্জাতিক ২০০ মিটারের প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিলেন। এই ইভেন্টে তাঁর সেরা সময় গত বছরের ২৩.১০ সেকেন্ড।
গত মঙ্গলবার পোল্যান্ডেই পোজনান অ্যাথলিটিক্স গ্র্যান্ড প্রিক্সে ২০০ মিটার দৌড়ের প্রতিযোগিতায় সোনার পদক জিতেছিলেন হিমা। ব্যক্তিগত সেরা সময় ২৩.৭৫ সেকেন্ডে দৌড়ে তৃতীয় হয়েছিলেন ভিসমায়া।
হিমা ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন এবং জাতীয় স্তরে ৪০০ মিটারের রেকর্ডও রয়েছে তাঁর দখলে।