কলকাতা: যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চর্চায় তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashree Verma)। তিনি নিজেও একজন নেটপ্রভাবী, মডেল ও নৃত্যশিল্পী। একাধিক কাজের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ধনশ্রী। তবে শোনা যাচ্ছিল, 'বিগ বস ১৯'-এ নাকি প্রতিযোগী হিসেবে দেখা যেতে চলেছে ধনশ্রীকে। চাহালের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চর্চায় রয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবনে কী চলছে, তা নিয়ে আগ্রহ অনেকেরই। অনেকেরই আগ্রহ ছিল যে তাঁকে 'বিগ বস'-এর ঘরে দেখা যেতে চলেছে। এর ফলে ধনশ্রী সম্পর্কে আরও নতুন নতুন কথা জানতে পারবেন তাঁর অনুরাগীরা। তবে শোনা যাচ্ছে, 'বিগ বস'-এ যোগ দিচ্ছেন না ধনশ্রী!

শোনা যাচ্ছিল, 'বিগ বস ১৯'-এর প্রতিযোগীদের মধ্যে অন্যতম হতে চলেছেন। তবে এখন শোনা যাচ্ছে, তিনি নাকি এই শো-তে যোগ দিচ্ছেন না। এন্টারটেইনমেন্ট এএফ-এর ইনস্টাগ্রাম অনুযায়ী, একটি নতুন শো-তে যোগ দিচ্ছেন ধনশ্রী। ই শো-এ ধনশ্রী ভার্মা ১৬ জন প্রতিযোগীর মধ্যে একজন হতে চলেছেন ধনশ্রী। একটি পোস্টে লেখা হয়েছে, অশনীর গ্রোভার ‘এমএক্স প্লেয়ার’-এর নতুন শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর সঞ্চালনা করতে চলেছেন ধনশ্রী। তবে এই বিষয়ে ধনশ্রী এখনও কিছু জানাননি। অন্যদিকে, অশনীর গ্রোভারকে 'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া' -তে বিচারক হিসেবে দেখা গিয়েছিল। এখানে উল্লেখ করতে হয়, অশনী ‘বিগ বস ১৮’-এর মঞ্চে এসেছিলেন। সেই সময় সলমন খান একবার অশনীর ওপর রেখে গিয়েছিলেন। টাকার অঙ্ক ভুল বলা নিয়ে ২ জনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। শো শেষ হয়ে যাওয়ার পরে অশনী ও সলমনের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন।

অন্যদিকে, ধনশ্রী বর্মা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বধূবেশে সেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলিতে অভিনেত্রী সুবেশা, পরেছেন একটি সুন্দর লাল ভরাট কাজ করা শাড়ি। তবে অনুরাগীদের নজর তাঁর শাড়ির দিকে নয়, বরং কপালে সিঁদুর, গলার মঙ্গলসূত্র এবং হাতের চূড়ার দিকে গিয়েছে। এটি দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে নানা প্রশ্ন আসছে। অনেকেই মনে করছেন, ধনশ্রী দ্বিতীয় বিয়ে করেছেন। একজন তো কমেন্ট সেকশনে প্রশ্নই করে ফেলেছেন যে, সিঁদুর রয়েছে কিন্তু স্বামী কোথায়?

তবে পরবর্তীতে জানা যায়, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি, ধনশ্রী একজন মডেল ও। সদ্যই ব্রাইডাল বেশে একটি ফটোশ্যুট করেছিলেন তিনি। এই ছবিগুলি সেই ফটোশ্যুটেরই। সেই কারণেই ধনশ্রীর কপালে দেখা গিয়েছে সিঁদুর। গলায় মঙ্গলসূত্র। ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ভিটেজ ভাইব, মর্ডান মুড..’। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ তাঁকে ট্রোল করেছেন