কলকাতা: কর্ণ জোহরের (Karan Johar) সিনেমা বানানোর একটি ধারা রয়েছে । কিন্তু দীর্ঘদিন সেই চেনা ধারা থেকে যেন দূরে রয়েছেন তিনি । সদ্য একটি সাক্ষাৎকারে কর্ণ জোহর বলেছেন, তিনি আবার আগের মতোই ছবি পরিচালনার ধারাতেই ফিরবেন । নতুন প্রজন্মকে শোনাবেন, পুরনো ধারার গল্প । সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন কর্ণ । সেখানে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরে সমুদ্রের তীরে সময় কাটাচ্ছেন তিনি ।
সোশ্যাল মিডিয়ায় এই পোশাকেই কয়েকটি ছবি পোস্ট করে কর্ণ লিখেছেন, ‘সূর্য, সমুদ্র, স্পষ্ট, গত বছরটা ছিল আমার কাছে ছিল নিজেকে নিয়ে পুনর্মূল্যায়ন এবং প্রকাশের বছর । আমার জীবনটা ফের নতুনভাবে লেখা হতে চলেছে, যেখানে আপনি আপনার মধ্যেই যা সত্যিই তা অনুভব করার চেষ্টা করেন এবং মূল্যায়ন করেন ।’ কর্ণ আরও লেখেন, ‘২০২৬ সাল হল সেই বছর, যখন আমি আবার সিনেমার সেটে ফিরব । আমি নিজের কাছেই প্রতিশ্রুতি দিয়েছি কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয়, আমার অন্যতম শান্তির জায়গা । যাদের আমি চিনি না তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন । কিন্তু আমি কেন পালাবো? এটা আমার রক্তে মিশে রয়েছে । আমার কথাগুলি হয়তো এলোমেলো লাগতে পারে, কিন্তু এটাই সত্যি ।’
অনুরাগীরা কর্ণের কমেন্টবক্সে নস্ট্যালজিয়া উস্কে দিয়েছেন । অনেকেই ফিরে পেতে চেয়েছেন, শাহরুখ খানের (Shah Rukh Khan) পুরনো দিনের ছবিগুলিকে । অনেকে লিখেছেন, 'আরে কর্ণ, এসআরকে-কে নিয়ে একটি রোমান্টিক বৃদ্ধ বয়স বা রোমান্টিক মডেল বয়সের সিনেমা তৈরি করুন । কেবল আপনি, যশজী এবং আদিত্য চোপড়াই এসআরকে-কে আবার দর্শকদের কাছে ফিরিয়ে আনতে পারেন । আগের রূপে ।' কর্ণের শেষ ছবি, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' বেশ ভালই ব্যবসা করেছিল । আর এবার কর্ণের পরিচালিত নতুন সিনেমা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা । ইতিমধ্যেই একাধিক ছবি প্রযোজনা করেছেন কর্ণ । 'জিগরা' এবং 'ধড়ক ২'-এর মতো ছবি প্রযোজনা করেছেন কর্ণ।