মুম্বই: ৪ বছরের বেশি হয়ে গেল, প্রেম করছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। তাঁদের অসামান্য কেমিস্ট্রি পর্দায় যেমন বোঝা যায়, তেমনই বোঝা যায় পর্দার বাইরে।

খবর, রণবীরের বাবা মায়ের খুব পছন্দ দীপিকা। তাঁরা তাঁকে হীরের সেট উপহার দিয়েছেন, দিয়েছেন সব্যসাচীর শাড়ি। আবার দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনেরও রণবীরকে জামাই হিসেবে মানতে কোনও আপত্তি নেই।

সম্পর্কের কথা অবশ্য রণবীর বা দীপিকা কেউই প্রকাশ্যে স্বীকার করেননি। তবে রণবীর একবার মন্তব্য করেন, দীপিকা ‘ম্যারেজ মেটেরিয়াল’। আর এবার দীপিকা তাঁকে সার্টিফিকেট দিয়েছেন, তিনিই নাকি বলিউডের বেস্ট কিসার।

নেহা ধুপিয়ার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। সেখানে নেহা তাঁকে প্রশ্ন করেন, রণবীর চুমু টুমু খান কেমন। দেখুন দীপিকার জবাব

[embed]https://www.instagram.com/p/BeLxsuTAU17/?utm_source=ig_embed&utm_campaign=embed_legacy[/embed]