কলকাতা: 'বিগ বস' (Big Boss)-এর অন্যতম আকর্ষণ যে সলমন খান (Salman Khan), তা নিয়ে দ্বিমত নেই। দীর্ঘদিন ধরে এই শো-এর সঞ্চালনা করে চলেছেন তিনি। তবে শোনা যায়, এই শো-এর জন্য নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নেন সলমন খান। প্রত্যেক সিজনের সঙ্গে সঙ্গেই নাকি সলমনের পারিশ্রমিক বৃদ্ধি পায়। তবে সলমনের ব্যক্তিগত জীবন যে খুব কুসুমাস্তীর্ণ এমনটা নয়। দীর্ঘদিন ধরে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং-এর কাছ থেকে খুনের হুমকি পাচ্ছেন সলমন। হামেশাই তাঁর কাছে বিভিন্ন হুমকি ফোন আসে, বা তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চলে। তবে এত কিছুর মধ্যেও শ্যুটিং চালিয়ে যান সলমন খান, তিনি কখনওই কাজ বন্ধ করেন না। 

Continues below advertisement

সলমন বারে বারে বলেছিলেন, তিনি কোনও পরিস্থিতিতেই কাজ বন্ধ করতে চান না। তিনি কাজ করতে ভালবাসেন। কড়া নিরাপত্তা বলয়ে নিজের নতুন সিনেমার শ্যুটিং পর্যন্ত সেরেছেন তিনি। পাশাপাশি, 'বিগ বস'-শোটির সঙ্গে সলমন মানসিকভাবেও ভীষণ জড়িত। সেই কারণেই এই শো-এর কাজ বন্ধ করে দিতে চান না সলমন। অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেইগি জানিয়েছেন, সলমনের সঙ্গে জিও হটস্টারের চুক্তি হয়েছে 'বিগ বস' নিয়ে। ফলে পারিশ্রমিক নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। সলমন খান কেন ১৫০ কোটি পারিশ্রমিক নেন, বা আদৌ নেন কি না, সেই বিষয়েও ঋষি নেইগির তেমন মাথাব্যথা নেই। কেবল সলমন খান যে, সপ্তাহান্তে এই শো-তে আসেন, তাতেই তিনি খুশি। এতেই টিআরপি বাড়ে হু হু করে। সলমনের সঞ্চালনার স্টাইল দর্শকদের মুগ্ধ করে। তিনি আবার প্রতিযোগীদের বকুনি ও দেন কোনও ভুল করলে। সব মিলিয়ে, সলমনের উপস্থিতি বেশ উপভোগই করেন অনুরাগীরা। 

প্রসঙ্গত, নিরাপত্তার কারণে সলমনের বাড়িতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আর কোনও বাইরের মানুষ পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বাসিন্দা ছাড়া, যে ব্যক্তিই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসবেন, তাঁকেই প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে। এরপরে তিনি কার বাড়িতে যাবেন সেটা জানতে চাওয়া হবে। সেটা জেনে নিয়ে, ওই ফ্ল্যাটের বাসিন্দার বাড়িতে ফোন করে জানতে চাওয়া হবে সত্যিই ওই ব্যক্তি কাউকে দেখা করার জন্য ডেকেছেন কি না। যদি সেই বাসিন্দা রাজি হন তাঁকে ওপরে পাঠানোর জন্য, তবেই সেই অপরিচিত ব্যক্তি ওপরে যেতে পারবেন। 

Continues below advertisement