মুম্বই: বলিউডে ফিসফাস, নায়িকাদেরও ছাপিয়ে গিয়েছেন মান্যতা।

একের পর এক খোলামেলা ছবি পোস্ট করছেন সঞ্জয় দত্তের স্ত্রী। লাল টকটকে স্যুইম স্যুটে তাঁর ছবি দেখে অনেকেরই ঘুম উড়ে গিয়েছে। বিকিনি পরা ছবিও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে গেলেই দেখা যায়।







কিন্তু অল্প কয়েকদিন হল মান্যতার ছবির ধরন পাল্টেছে। সোশ্যাল মিডিয়া সাইটে তাঁর এখনকার ছবিগুলি যে আগের মত নয় তা পরিষ্কার।

সংবাদ মাধ্যম জানাচ্ছে, সঞ্জয়ের নির্দেশেই আগের মত খোলামেলা ছবি পোস্ট করা বন্ধ করেছেন তিনি।















সঞ্জয়ের বন্ধুরা নাকি তাঁকে জানান, যে মান্যতা সিনেমায় নামতে চান খবর। তাই পরিচালক, প্রযোজকদের নজর কাড়তে সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করছেন তিনি।

কিন্তু সঞ্জয় যে তাঁর পরিবারের মেয়েদের সিনেমা করার ঘোরতর বিরোধী তা সকলেরই জানা। মেয়ে ত্রিশলা সম্পর্কে বলতে গিয়ে তিনি একবার বলেন, ত্রিশলা অভিনেত্রী হতে চেয়েছিল, আমার মনে হয়েছিল, ওর পা ভেঙে দিই।

সেখানে মান্যতার এইসব কাণ্ডে সঞ্জুবাবা যে রেগে আগুন হবেন তা বলাই বাহুল্য। স্ত্রীকে নাকি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এইসব চলবে না, দত্ত পরিবারের সম্মানের কথা মাথায় রাখতে হবে।

এরপরই মান্যতা ছবি পোস্ট করার ব্যাপারে আগের থেকে অনেক বেশি সতর্ক হয়েছেন বলে খবর।