কলকাতা: গোটা ইন্ডাস্ট্রি জুড়ে গুঞ্জন, বিয়ের ১ বছরের মাথায় নাকি সুখবর দিতে চলেছেন, শোভিতা ধূলিপালা (Sobhita Dhulipala) আর নাগা চৈতন্য (Naga Chaitanya)? মা হতে হতে চলেছেন নাকি এই রিয়েল লাইফ জুটি? সম্প্রতি একটি শো-তে এই প্রশ্ন ধেয়ে এসেছিল নাগার্জুন অর্থাৎ নাগা চৈতন্যর বাবার কাছে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কী দাদু হতে চলেছেন? সেখানে নাগার্জুনের উত্তর জল্পনা বাড়িয়েছে। অন্যদিকে, নতুন জীবনে পা রেখেছেন নাগা চৈতন্য়র প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা। আর তারপরেই শুরু গুঞ্জন যে এবার নাগা চৈতন্য আর শোভিতার সংসারে আসছে নতুন সদস্য?
সম্প্রতি একটি শো-তে গিয়েছিলেন নাগার্জুন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি দাদু হতে চলেছেন? এই প্রশ্নের কোনও উত্তর না দিয়ে বেরিয়ে যেতে চান নাগার্জুন। এরপরে তাঁকে ফের প্রশ্ন করা হয়, শোনা যাচ্ছে, সন্তানের প্রত্যাশা করছেন নাগা চৈতন্য আর শোভিতা ধূলিপালা। এই খবর কী সত্যি? তখন নাগার্জুন বলেন, 'আমরা সঠিক সময়ে সবাইকে সবকিছু জানাব।' নাগার্জুনের এই কথায় জল্পনা বেড়েছে, কারণ তিনি শোভিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবর একেবারেই নস্যাৎ করে দেননি বরং বজায় রেখেছেন রহস্য।
কিছুদিন ধরেই শোভিতাকে দেখে অনেকেই মনে করছিলেন যে তিনি সন্তানের অপেক্ষায় দিন গুনছেন, হাঁটাচলা করছেন ভীষণ সাবধানে। আপাতত হাতে কোনও নতুন কাজ ও নেননি তিনি। সেই কারণেই অনেকে মনে করছেন, শোভিতা মা হতে চলেছেন। তবে নাগা বা শোভিতা কেউই এই বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, শোভিতা আর নাগার পরিবার ও আপাতত বিষয়টিকে গোপন রাখতে চান। অনুরাগীরা অবশ্য অপেক্ষা করছেন, কবে নাগা আর শোভিতা সুসংসবাদ দেবেন।
একটা সময়ে, নাগা চৈতন্য আর সামান্থা রুথ প্রভু বিচ্ছেদের খবর ছিল খবরের শিরোনামে, তবে সে সব এখন পুরনো। ২ জনেই আলাদা আলাদা মানুষে সঙ্গে সুখী এখন। সদ্যই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন সামান্থা। অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এর মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে যে, নাগা চৈতন্য আর শোভিতা ধূলিপালা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। অনুরাগীরা চান... এই খবর যেন সত্যি হয়।