কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পরদেশ' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপরে নিজের মতো করে জায়গা ও করে নিয়েছিলেন। তবে প্রথম ছবিতে অভিনয় করার সময়, তিনি একেবারেই নবাগতা নায়িকা। সিনেমার পরিচালক ছিলেন সুভাষ ঘাই। প্রথম ছবিতেই পরিচালকের সঙ্গে কাজ করার সময় বেশ ভয়ই পেতেন তিনি। পরিচালক নাকি মাইকেই চিৎকার চেঁচামেচি করে বকাবকি করতেন। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। 

Continues below advertisement

অভিনেত্রী জানান, সেটে নাকি পরিচালনা করতে করতে, মাইকেই ভীষণ বকাবকি করতেন সুভাষ ঘাই। সবটা শুনে বেশ ভয়ই পেতেন অভিনেত্রী। এক অভিনেতা সেই সময়ে তাঁকে বলেছিলেন, 'পরিচালক ভাবটা এমন করছেন, যেন তিনি ক্রু-দের কারও ওপর চিৎকার করছেন। আসলে বিষয়টা তেমন নয়, উনি আমাদের ওপরেই চিৎকার করছেন। কিন্তু ভাবটা এমন করতে হবে, যেন তুমি বুঝতেই পারছো না যে উনি আমাদের ওপর চিৎকার করছেন। ওইসব -এ পাত্তা না দিয়ে নিজের কাজটা করে যেতে হবে।'

মহিমা বলেন, 'এখন কোনও পরিচালকের আর সেই সাহস নেই। কারণ সমস্ত জায়গায় ক্যামেরা থাকে। কেউ যদি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সেটা ৩০ সেকেন্ডের মধ্যে সবাই দেখতে পাবেন। তবে আমার দ্বিতীয় ছবি থেকে নেতিবাচকতা আর যে দলবাজি শুরু হয়েছিল, সেটা আগে ছিল না।' পাশাপাশি, মহিলা 'পরদেশ' সিনেমার সেটের আরও একটি ঘটনার কথা ও তুলে ধরেন। তিনি বলেন, 'একবার সুভাষ ঘাই আমায় ভীষণ বকাবকি করেছিলেন। তবে অনেক সময় এমন কিছু কিছু বকুনি থাকে, যা ভবিষ্যতে, নিজের কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য করে। আমার প্রথম ছবির সময় ও খুব এই ঘটনা ঘটেছিল। একটা দৃশ্যে অভিনয় করার কথা ছিল, যেখানে আমার ফোনে কথা বলতে বলতে কান্নাকাটি করার কথা ছিল। আমি সেই দৃশ্যে অভিনয় করছিলাম। সবাই সেটা ভাল বললেও, পরিচালকের সেটা একেবারেই পছন্দ হচ্ছিল না। শেষে সুভাষ ঘাই আমায় এত বকাবকি করেন যে আমি সত্যি সত্যিই কেঁদে ফেলি। শেষে সুভাষ ঘাই বলেন, এবার তুমি আগে থেকেই কাঁদছো, তাহলে তোমার গলার আওয়াজটাও সেইরকমই হয়ে যাবে।'

Continues below advertisement

তবে মহিমা চৌধুরী জানিয়েছিলেন, প্রথম সিনেমার পরের অভিজ্ঞতা একেবারে আলাদা ছিল। সেখানে অনেক রাজনীতি হয়েছিল।