মুম্বই: পর্ন স্টার, অভিনেত্র্রী, লেখিকা থেকে এবার গায়িকা। নয়া এই ভূমিকায় শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছেন সানি লিওন। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে। শোনা যাচ্ছে এবার নিজের এই গাওয়ার প্রতিভাটি শান দিয়ে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন সানি।

সোমবার সানি একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি মিউজিক স্টুডিওয়ে মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন সানি। ছবির ওপরে তিনি ক্যাপশন দিয়েছেন, সারা মাস রিহার্সল করেছি। ‘জীবনের সবচেয়ে বড় ভয়কে জয় করে আমি গেয়েছি। আশা রাখি আপনাদের ভাল লাগবে’।

এইমুহূর্তে অভিনেত্রী এম টিভিতে রিয়েলিটি টিভি শো স্পিল্টসভিলা সিজন ৯-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়াও রাহুল ধোলাকিয়া পরিচালিত শাহরুখ-মাহিরা অভিনীত ‘রঈস’ ছবিতেও একটি গানের দৃশ্যে দেখা যাবে সানিকে।

সূত্রের দাবি, ‘রঈস’ ছবির যে গানে শাহরুখ-সানিকে একসঙ্গে দেখা গিয়েছে, সেটা মূলত আশির দশকের ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানের রিমিক্স।