কলকাতা: 'RRR'-এর সিক্যুয়েল নিয়ে একাধিক খবর প্রকাশ্য়ে এসেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন লেখক বিজয়েন্দ্র প্রসাদ। সম্প্রতি তিনি জানান যে, ইতিমধ্য়েই 'RRR'-এর সিক্যুয়েলের কাহিনি লেখা তিনি শুরু করে দিয়েছেন। যা পছন্দও হয়েছে তাঁর ছেলে তথা প্রথিতযশা পরিচালক এসএস রাজামৌলিরও। তাঁর কথায় রাজামৌলি তাঁকে আরও নিখুঁত ভাবে এই স্ক্রিপ্টের ওপর কাজ করার জন্য় অনুরোধ করেছেন।


তিনি আরও জানান যে, 'RRR'-এর সিক্যুয়েলে দেখা মিলতে পারে মহেশ বাবুরও। তবে এখনও চৃড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবিষয়ে।


আরও পড়ুন...


রোজ কমপক্ষে ১০০ রোগী AIIMS-এ, দিল্লিতে উত্তরোত্তর বাড়ছে কনজাঙ্কটিভাইটিস, কী করণীয় জানালেন চিকিৎসকেরা


প্রসঙ্গত, 'হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিন্যাল সং (নাটু নাটু), বেস্ট স্টান্টস, এই চার বিভাগে জয়ী এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার ছবি 'আর আর আর'। পুরস্কার জয়ের পর বক্তব্য রাখতে উঠে পরিচালক স্টান্ট পরিচালকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথাও বলেন। 'বেস্ট অ্যাকশন ফিল্ম' বিভাগে 'দ্য ব্যাটম্যান', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে রাজামৌলির ছবি। অন্যদিকে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম' বিভাগে এটি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' ও 'ডিসিশন টু লিভ'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে। 


বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজামৌলি তাঁর সঙ্গে রাম চরণকেও নিয়ে ওঠেন স্টেজে। আরও ভাল ভাল ছবি তৈরির আশ্বাস দেন অভিনেতা। রাজামৌলি এই পুরস্কার ভারতের সমস্ত পরিচালকদের উৎসর্গ করেন।


জানা যায়, বছরের শুরুর দিকে, প্রিয়ঙ্কা চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটির স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন এবং ছবিটি দেখার জন্য় দর্শককে উদ্বুদ্ধও করেছিলেন। তিনি এসএস রাজামৌলি এবং সঙ্গীত পরিচালক এমএম কিরাভানির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "এই অবিশ্বাস্য ভারতীয় চলচ্চিত্রের যাত্রায় অবদান রাখতে আমি অন্তত কিছু করতে পারি। শুভকামনা এবং অভিনন্দন @RRRMovie।"


এর পাশাপাশি, প্রিয়ঙ্কা রাম চরণ সম্পর্কে তাঁর ভাবনা শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে। তিনি জানিয়েছিলেন, তিনি রাম চরণের সঙ্গে 'জাঞ্জির'-এ স্ক্রিন শেয়ার করেছিলেন। তিনি শেয়ার করেছেন যে চরণ হলেন ভারতের ব্র্যাড পিট। তিনি আরও বলেন, "রামের অসাধারণ ক্যারিশমা আছে। আমি ব্র্যাড পিটকে জানি না, আমি জানি না সে সুন্দর কিনা, তবে রাম সুন্দর।" 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial