ল্যাকমের বিজ্ঞাপনে দেখা যাবে ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকে, সলমনের অভিনন্দন

Continues below advertisement
মুম্বই: ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তাঁর বোনেদেরও সিনেমায় নামাতে। তা বলিউডে এখনই সুযোগ না পেলেও শো বিজের ঈশ্বর ক্যাটরিনার বোন ইসাবেলের দিকে কিছুটা হলেও মুখ তুলে চাইলেন। ল্যাকমের মত জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে এবার দেখা যাবে তাঁকে। ভারতে ল্যাকমের বিজ্ঞাপন দেন ক্যাটরিনা নিজে। রয়েছেন করিনা কপূর, শ্রদ্ধা কপূর। এবার ইসাবেলকেও দেখা যাবে তাঁদের সঙ্গে। বোনেদের সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার জন্য ক্যাটরিনা সলমন খানকেও ধরেন। তাই ইসাবেলের কপালে এই শিকে ছেঁড়ায় সলমনের হাত থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভাইজান অবশ্য তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় ইসাবেলকে অভিনন্দন জানিয়েছেন। [embed]https://www.instagram.com/p/BdSQ2SAlNGK/[/embed] ইসাবেল এর আগে ২০১৪-য় বলিউডে নামার চেষ্টা করেন। তখন সুবিধে করতে পারেননি।
Continues below advertisement
Sponsored Links by Taboola