মুম্বই: ২৬ ফেব্রুয়ারি, ৩২ বছর পূর্ণ করলেন বাংলার অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। বাংলা ধারাবাহিকের হাত ধরে পথ চলা শুরু। এরপর বড়পর্দায় পা রাখেন 'প্রজাপতি বিস্কুট' (Projapoti Biskut) দিয়ে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবি, ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করে চলেছেন ইশা।


আজ তাঁর জন্মদিনে, রাত ১২টা বাজার পর থেকেই উপচে পড়তে থাকে শুভেচ্ছাবার্তা। সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা পাঠান তাঁর অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের সহকর্মীরাও।


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। হাতে গোটা একটা চকোলেট কেক। ডায়েট দূরে সরিয়ে আনন্দ করে মুখে তুলছেন কেকের টুকরো। আজ তাঁর জন্মদিন বলে কথা। তাই ক্যাপশনে লিখেছেন, 'কেক ডে'!


 






অন্যদিকে বড়পর্দায় ইশার শেষ কাজ দেবের সঙ্গে 'গোলন্দাজ'। মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক ছবি। 'সহবাসে', 'মহানন্দা', 'কলকাতা চলন্তিকা', 'কাছের মানুষ', 'ঘরে ফেরার গান', 'কর্ণসুবর্ণের গুপ্তধন' তার মধ্যে অন্যতম। তাঁর শেষ ওয়েব সিরিজ ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে 'গোরা'।


আরও পড়ুন: Sangit-Sanchari Anniversary: 'সংসারের জন্মদিন', স্ত্রী সঞ্চারীর সঙ্গে আদুরে পোস্ট সঙ্গীত তিওয়ারির