কলকাতা: সুস্মিতা সেন (Sushmita Sen) আর ললিত মোদির (Lalit Modi) সম্পর্ক যখন প্রকাশ্যে এল, তখন এক সন্ধ্যায় তোলপাড় সোশ্যাল মিডিয়া, অবাক সংবাদমাধ্যমও। প্রথমে ট্যুইটারে একগুচ্ছ ছবি দিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরীকে 'বেটার হাফ' বলেছিলেন ললিত মোদি। তারপরেই আরও একটি ট্যুইট করে শুধরে নিয়ে ললিত জানান, বিয়ে করেননি, তবে আশা রাখেন খুব তাড়াতাড়িই তা হবে।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ললিত মোদি আর সুস্মিতা সেনের একাধিক পুরনো কথোপকথন। এর মধ্যে একটি ট্যুইটের কথোপকথনে এক জায়গায় প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রতি ললিতের আর্জি, 'আমার এসএমএস-এর রিপ্লাই করুন'। ট্যুইটের নিচে লেখা সাল বলছে, ট্যুইটটি ২০১৩ সালের। সেই ট্যুইট দেখে এক নেটিজেনের মন্তব্য, 'কখনও হাল ছাড়া উচিত নয়।' একজন আবার লিখেছেন, '৯ বছর বাদে উত্তর এল।'
আরও পড়ুন: Ishaa Saha Exclusive: 'আমরা স্বাধীন, তাই যে সম্পর্কে সম্মান নেই, সেখানে আর থাকতে চাই না'
সেই ঘটনার ছায়াই কি এবার টলিউডে? সত্যিই হাল না ছাড়ার মনোভাব নিয়ে টলি সুন্দরীদের অনুরাগীরা লিখতে শুরু করলেন, 'রিপ্লাই মাই এসএমএস।' সেই তালিকায় নাম রইল ইশা সাহা (Isha Saha), সোহিনী সরকার (Sohini Sarkar), জয়া আহসান (Jaya Ahshan) এমনকি সাই পল্লবীরও (Sai Pallavi)!
ব্যাপারটা কি? ইশা সাহার কাছে জানতে চাইলেই হাসিতে ফেটে পড়লেন ইশা। তারপর বললেন, 'আমি শুনেছি ৯ বছর আগে সুস্মিতা সেনকে ললিত মোদি এমন করে লিখেছিলেন রিপ্লাই মাই এসএমএস। সেই ট্যুইটটা পাবলিক করা ছিল। আর তার পর থেকেই অনুরাগীরা এমন লিখছে। আমি তাদের বলেছি, ললিত মোদি ৯-১০ বছর অপেক্ষা করলেন, আপনারাও করুন ৯-১০ বছর অপেক্ষা। তারপর দেখা যাবে।'
প্রসঙ্গত, আজই মুক্তি পাচ্ছে ইশা সাহা অভিনীত নতুন ছবি 'সহবাসে'। অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত 'সহবাসে' (Sohobashe) ছবিতে ইশার বিপরীতে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও সায়নী ঘোষ (Sayani Ghosh)