কলকাতা: 'আমি এখানে.. তোমার গান এখানে.. তুমি কিসের টানে ঘরে ফেরো?' নাহ.. এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি পর্দার তোড়া।বিদেশের মাটিতে একজন বন্ধু আর নিজের ভালবাসার গানকে একসঙ্গে খুঁজে পাওয়া তো নেহাত সহজ নয়! কিন্তু সেই টানে কি সংসার, সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা সহজ? ইমরান আর তোড়ার গল্প নিয়ে আসছে নতুন ছবি, 'ঘরে ফেরার গান'।                                     


অরিত্র সেন (Aritra Sen)-এর পরিচালনায় ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ইশা সাহা (Ishaa Saha), গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) অভিনীত ছবি 'ঘরে ফেরার গান' (Ghore Ferar Gaan)।                                       


গল্পের প্রেক্ষাপট লন্ডনে। ইশার চরিত্রের নাম তোড়া। কলকাতায় তোড়ার বিয়ে হয় ঋভুর সঙ্গে। কিন্তু এরপরে কাজের জন্য লন্ডনে চলে যেতে হয় তোড়াকে। বিদেশের মাটিতে থেকেও যেন বার বার নিজের দেশকে, বাংলাকে মনে পড় যায় তোড়ার। মনে হয়, কত দূরে যেন নির্বাসনে দিয়েছে কেউ তাকে ।                                                                                                                                                       


আরও পড়ুন: Mayakumari: ২০ জানুয়ারি মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত আবির-ঋতুপর্ণার ছবি 'মায়াকুমারী'


কিন্তু সেই বিদেশ বিভুঁয়েই তোড়া খুঁজে পায় এক বন্ধুকে। ইমরান। আলাপে বন্ধুত্বে কোথায় যেন পথ বাঁধা হয়ে যায় তাদের। সুরে সুরেই যেন বাঁধা হয়ে যায় তাঁদের সম্পর্ক। ত্রিকোণ প্রেমের জটিলতা আর সম্পর্কের সমীকরণ নিয়েই এগিয়ে যাবে 'ঘরে ফেরার গান'-এর গল্প।