মুম্বই: গত ২০১৭ সালে বিবাহিত সম্পর্কে ইতি টানেন মালাইকা অরোরা (Malaika Arora) এবং আরবাজ খান (Arbaaz Khan)। বিবাহিত জীবনে ইতি টানলেও তাঁরা বিভিন্ন কারণে এখনও একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন। সন্তানের জন্য হোক কিংবা পরিবারের জন্য। একাধিক সময়ে তাঁদের একসঙ্গে দেখা যায়। আঠেরো বছরের বিবাহিত সম্পর্কে ছেদ পড়ার পর এখন কেন সম্পর্ক মালাইকা অরোরার সঙ্গে? সম্প্রতি সেই প্রসঙ্গে স্পষ্ট কথা জানালেন আরবাজ খান।


প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আরবাজ খান-


সম্প্রতি এক সাক্ষাতকারে আরবাজ খান তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন। তিনি জানালেন, তিনি এবং মালাইকা দুজনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং একে অপরের এই সিদ্ধান্তকে তাঁরা সম্মানও জানান। এর পাশাপাশি সন্তানের জন্য তাঁরা বেশ কিছু প্রতিশ্রুতি মেনেও চলেন। আরবাজ বলেন, 'আমাদের একটি সন্তান রয়েছে। তাই আমাদের সিদ্ধান্ত সঠিক হওয়া প্রয়োজন। আমরা তাই একসঙ্গেও হই নানা সময়ে। আমরা একেবারেই আলাদা ধরনের মানুষ। দুজনেই আমরা অত্যন্ত সাবালক এবং পরিণত। অনেক বিষয়ে আমরা একে অপরের সিদ্ধান্ত মেনে নিয়েছি। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সিদ্ধান্ত নিতে হয় আমাদের। এমন অনেক সময়ই হয়েছে যে, আমার অনেক কিছু ওকে (মালাইকা অরোরা) মেনে নিতে হয়েছে। আবার ওর অনেক কি্ছু আমাকে মেনে নিতে হয়েছে। তবে, আমাদের দুজনেরই একটা সাধারণ চাহিদা রয়েছে। আর সেটা আমাদের সন্তান। ওর বড় হওয়ার সময়টায় ও কোনওরকম সমস্যা পেতে পারে না। সেটাই আমরা সবসময় মনে রেখেছি। আমাদের সন্তান কোনও সমস্যা দেখার জন্য বা তার মধ্যে থাকার জন্য আসেনি। মালাইকা অনেক কিছু বিষয়ে অনেক পরিণত। আমিও। ও ঠিকই বলে, আমরা একে অপরকে প্রশংসাও করি। আমরা আমাদের পছন্দকেও গুরুত্ব দিই। এবার জীবন যে শ্রোতে এগোয় সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।'


আরও পড়ুন - Pushpa 2: বাজেট বাড়ল বিপুল! কত টাকা খরচ করে তৈরি হচ্ছে 'পুষ্পা ২'?


প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাতকারে মালাইকা অরোরা বলেন, 'আমার কেরিয়ারে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি আরবাজের সঙ্গে বিয়ে। পরবর্তীতেও কখনও আমার কেরিয়ারে বাধা তৈরি হয়নি এই সম্পর্ক। আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিই। বিবাহিত থাকাকালীনও বাধা হয়নি। যখন মা হওয়ার সিদ্ধান্ত নিই, তখনও বাধা হয়নি। আমার মনে হয় না এই সমস্ত কারণ পেশাদার জীবনে কখনও বাধা তৈরি হতে পারে বলে। আমার আশেপাশের অনেক মানুষ অনেক কথা বলেছিলেন। অনেক পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পেশাদার জীবনের ক্ষেত্রে আমি আমার নিজের সিদ্ধান্তে চলি। তাই আজও একইভাবে কাজ করে চলেছি।'