কলকাতা: আশি বা নব্বইয়ের দশকে বাঙালির কাছে টলিউডের জুটি বলতেই ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। জমাটি সব গান আর সেই সঙ্গে তৎকালীন জনপ্রিয়তাকে মাথায় রেখে গল্পের বাঁধুনি, এখনও দর্শকের মনে এই জুটি যেন চিরসবুজ। আর এবার জনপ্রিয় শো 'ইসমার্ট জোড়ি'-র মঞ্চে হাজির হলেন দুই তারকা।
সদ্য চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ছোট্ট ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিজয়েতা পণ্ডিতকে। তিনজনেই পা মেলাচ্ছেন সুপারহিট গানের তালে। প্রসেনজিৎ আর বিজয়েতা নাচ করলেন 'অমর সঙ্গী' গানের তালে। আর ঋতুপর্ণা আর প্রসেনজিৎ নাচ করলেন, 'চোখ তুলে দেখো না কে এসেছে'-র তালে।
কখনও এক ধাক্কায় বয়স কমিয়ে স্কুলের পোশাক, কখনও আবার ভিড়ের মধ্যে খুঁজে ফেরা প্রিয় মানুষকে। প্রতিযোগীদের কাছে রোজই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে স্টার জলসার ধারাবাহিক 'ইসমার্ট জোড়ি'। কয়েক সপ্তাহ আগেই সুপারহিট ছবির নায়কদের মতো সেজে মঞ্চে নাচের তালে পা মেলালেন 'জোড়ি'-রা। আর সেখানে সবার নজর কাড়লেন সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) আর তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী (Pritha Chakraborty)।
আরও পড়ুন: Rudranil Ghosh: মাদকবিরোধী প্রচারে রুদ্রনীলের ছবি! পোস্ট মুছল রাজ্য পুলিশ, তুঙ্গে তরজা
'পুষ্পা-দ্য রাইস' ছবির বিখ্যাত সংলাপ, 'পুষ্পা.. নাম শুনকে ফ্লাওয়ার সমঝা হ্যায় কেয়া..'-বলে মঞ্চে আসেন সুদীপ। আর তারপরে স্ত্রী পৃথার সঙ্গে জনপ্রিয় 'শ্রীভল্লি'-র তালে পা মিলিয়ে মঞ্চ জমিয়ে দেন তাঁরা। মঞ্চে উপস্থিত সবাই তাঁদের নাচে মুগ্ধ। সঞ্চালক জিৎ-ও বাহবা দেন তাঁদের।
সুদীপ-পৃথার সুখী গৃহকোণের বহু অজানা দিক ইতিমধ্যেই উঠে এসেছে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে। সুদীপ আগেই ফাঁস করেছিলেন পৃথার আগেও অন্য একজনের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি, তবে সেই দাম্পত্য টেকেনি। বিয়ে ভাঙার যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার সময় হাঁটুর বয়সী পৃথার সঙ্গে আলাপ তাঁর।