মুম্বই: ২ দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন তিনি। কিন্তু যখন যুগের সঙ্গে তাল মেলাতে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন বলিউডের তাবড় সব অভিনেতারা, তখন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে খোলামেলা বক্তব্য রাখলেন অভিনেতা জন আব্রাহাম (John Abraham) জানিয়ে দিলেন, একজন অভিনেতা হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম তাঁর কেন না পছন্দ।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে জন বলেছেন, 'একজন প্রযোজক হিসেবে আমি ওটিটি প্ল্যাটফর্মকে বেশ পছন্দ করি। প্রযোজক হিসেবে ওটিটিতে (OTT) ছবি করতেও আমি আগ্রহী। কিন্তু একজন অভিনেতা হিসেবে আমি কেবলমাত্র বড় পর্দাতেই থাকতে চাই। এই বিষয়টা নিয়ে আমি খুব স্পষ্ট। আমি নিজেকে বড়পর্দার নায়ক হিসেবেই দেখতে পছন্দ করব। সেই কারণে আমি এমন ছবি বাছব যেগুলি কেবলমাত্র বড়পর্দার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে। আমি কখনওই পছন্দ করব না যে কারও শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে সে মাঝপথে আমার ছবি দেখা বন্ধ করে শৌচাগারে চলে যাবে। অথবা, আমি ২৯৯ বা ৪৯৯ টাকায় মানুষের হাতের মুঠোয় চলে আসতে চাই না। আমার এটা নিয়ে সমস্যা রয়েছে।'


এই কথোপকথনের সঙ্গে সঙ্গেই 'ফোর্স ৩'  (Force 3) ছবিটি করারও ইচ্ছাপ্রকাশ করেন জন। তিনি জানান, এই ছবিটা তাঁর মনের খুব কাছের। তিনি এই ফ্রাঞ্চাইজিকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান।


আরও পড়ুন: Swastika Mukherjee: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে বিস্ফোরক স্বস্তিকা, মুখ খুললেন অর্জুনও


আগামীতে 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns)-এ দেখা যাবে জনকে। তিনি ছাড়াও এই ছবিতে থাকছেন অর্জুন কপূর ও তারা সুতারিয়া। মোহিত সুরি পরিচালিত ২০১৪ সালের 'এক ভিলেন'(Ek Villain) ছবির সিক্যুয়াল এটি।


অন্যদিকে ২০২৩ সালে কিং খান অর্থাৎ শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে তাঁকে। এর আগে সত্যমেব জয়তে (Satyamev Jayate) ও অ্যাটাক (Attack) ছবিতে দেখা গিয়েছিল জনকে।