কলকাতা: কলকাতার মায়ের ঘাটে হন্যে হয়ে স্ত্রী ময়না মুখোপাধ্যায়কে (Moyna Mukherjee) খুঁজছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee)! কখনও রেলস্টেশন, কখনও মুদির দোকান, কখনও আবার কুমোরটুলি, সূত্র ধরে স্ত্রী কে খুঁজছেন তিনি। আর গোটা ঘটনাটাই মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন স্ত্রী ময়না। কিন্তু কীভাবে? 


উত্তর লুকিয়ে ‘ইস্মার্ট জোড়ি’র খেলাতেই। এটি নাকি স্টার জলসার রিয়্যালিটি শো-এরই একটি অংশ। ‘স্ট্রিট চ্যালেঞ্জ’ নিতে হবে তারকা প্রতিযোগীদের। অসংখ্য মানুষের ভিড় থেকে খুঁজে বের করে নিতে হবে তাঁর জীবনসঙ্গী অথবা সঙ্গিনীকে। ইতিমধ্যেই বিতর্কিত জীবন কাহিনি ফাঁস করে বেশ চর্চায় সম্রাট-ময়না। এ বার হন্যে হয়ে তাঁকে বউ খুঁজতে দেখে অনুরাগীদের অনেকেই নাকি চিন্তায় পড়ে গিয়েছিলেন।


আরও পড়ুন: Cheene Badam: 'আয় খুকু আয়', এক্স ইক্যুয়াল টু প্রেম'-এর পরে 'চিনেবাদাম', যশ-এনার ছবি মুক্তি পাচ্ছে ১০ জুন


খেলার নিয়ম অনুযায়ী একটি জায়গায় ছেড়ে দেওয়া হবে পুরুষ তারকা প্রতিযোগীকে। অন্য জায়গায় থাকবেন তাঁর সঙ্গিনী। কয়েকটি সূত্র দেওয়া হবে। সেই সূত্রের উপরে নির্ভর করে তাঁকে খুঁজে বের করবেন পুরুষ সঙ্গী। সেই নিয়ম মেনেই ময়নাকে খুঁজতে খুঁজতে গঙ্গার ঘাট ছাড়িয়ে চক্ররেলের স্টেশন ধরে এগিয়ে চলেছেন সম্রাট। ময়না তাঁর জন্য অপেক্ষা করছেন অন্যত্র। গঙ্গার একটি অচেনা ঘাটে। এই চ্যালেঞ্জ কি জিততে পারবেন তাঁরা? উত্তর মিলবে রিয়্যালিটি শো-র মঞ্চেই।


এক আগেও 'ইসমার্ট জোড়ি'-র মঞ্চে নজর কেড়েছিল 'বাদামকাকু' ভুবন বাদ্যকরের কলকাতা ভ্রমণ। ভুবন বাদ্যকরের স্বপ্ন ছিল কলকাতা ঘুরে দেখার। ইসমার্ট জোড়ির সৌজন্য পূরণ হল তাও। হলুদ ট্যাক্সিতে চড়ে ভিক্টোরিয়া থেকে কুমোরটুলি ঘুরে বেড়ালেন, কামড় বসালেন ফুচকায়। কখনও আবার মেয়ের মুখে তুলে দিলেন আইসক্রিম। একদিনের কলকাতা সফরে স্বপ্নপূরণ বাদামকাকু ভুবনের। চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সেই ভিডিও। সেখানে কুমারটুলিতে গিয়ে প্রণাম করছেন বাদামকাকুর পরিবার, কখনও আবার ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরে দেখছেন শহর কলকাতা।


এই ধারাবাহিকে প্রথম দিনের অতিথি ছিলেন রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)।  'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার। তারপর হাতে হাত রেখে কাটিয়ে ফেললেন প্রায় ৬ বছর। সদ্য মা-বাবা হয়েছেন এই জুটি। কোলে এসেছে একরত্তি পুত্র। এখন মধুবনী আর রাজার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে শুধুই দেখা যায় একরত্তি ছেলের বিভিন্ন কীর্তিকলাপ।