মুম্বই: অভিনয়ে দক্ষতার স্বীকৃতি হিসেবে স্মিতা পাতিল স্মৃতি পুরস্কার পাচ্ছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সোমবার এই পুরস্কার পাবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, সুরেশ প্রভু ও পীযুষ গোয়েলের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে ক্যাটরিনার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।


এছাড়া এই অনুষ্ঠানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং বলিউডের অভিনেত্রী জুহি চাওলাকেও পুরস্কৃত করা হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার দেওয়া হবে। নোবেলজয়ী বিজ্ঞানী ভেঙ্কি রামকৃষ্ণণও এই অনুষ্ঠানে হাজির থাকবেন।

মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য ইসরো-র চেয়ারম্যান এ এস কিরণ কুমারকে পুরস্কার দেওয়া হবে। জুহিকে পুরস্কার দেওয়া হবে সমাজকল্যাণে বিশেষ অবদানের জন্য। মোবাইল ফোনের টাওয়ার থেকে নির্গত হওয়া তেজষ্ক্রিয় দূষণের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করেন জুহি। সেই কারণেই তিনি পুরস্কার পাচ্ছেন।