এই রামসে তাঁর মারাত্মক চোখা চোখা মন্তব্যের জন্য বিখ্যাত বা কুখ্যাত। তবে নেহাত ভুল যে তিনি বলেন না, তা ইতিমধ্যেই প্রমাণিত।
রামসে গিয়েছিলেন অ্যান্ডি কোহেনের এক চ্যাট শোয়ে। সেখানে তাঁকে বলা হয়, সেলিব্রিটিদের রান্না খাবারের গুণাগুণ বিচার করতে। প্রথমে মার্থা স্টুয়ার্ট, ক্রিসি তেইগেন ও ক্রিস্টিন ক্যাভালারির রন্ধনশৈলীর চূড়ান্ত নিন্দে করেন তিনি। তারপর পালা পড়ল প্রিয়ঙ্কার।
প্লাস্টিকের বাটিতে তাঁর রান্না পাতলা খিচুড়ি আর চিকেন স্যুপ দেখে রামসে মুহূর্তের মধ্যে বলে দিলেন, দূর দূর.. এ তো কুকুরের খাবারের মত দেখতে।
প্রিয়ঙ্কার অবশ্য এ ব্যাপারে মন্তব্য জানা যায়নি।
দেখুন সেই ভিডিও