নয়াদিল্লি: টুইটার নিগ্রহ করেছে তাঁকে। অভিযোগ করলেন পরেশ রাওয়াল। অরুন্ধতী রায়ের ওপর করা টুইট ডিলিট না করলে তাঁর প্রোফাইল ব্লক করা হবে বলে টুইটার হুঁশিয়ারি দিয়েছে বলে তাঁর অভিযোগ।

পরেশের টুইটার প্রোফাইল থেকে সেই টুইট মুছে ফেলা হয়েছে। কিন্তু এক বিবৃতিতে তিনি বলেছেন, টুইটের প্রতিটি শব্দে তিনি বিশ্বাস করেন, কোনও জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ সম্পর্কিত পক্ষপাত না রেখে নিজের মত ব্যক্ত করেছিলেন তিনি। তিনি দেশকে ভালবাসেন, যে কোনও পরিস্থিতি ও যে কোনও মূল্যে দেশের মানুষ ও সেনাবাহিনীর পাশে দাঁড়াবেন।

পরেশ তাঁর টুইটে বলেছিলেন, পাথরবাজদের আটকাতে সেনাবাহিনীর জিপের সামনে বিক্ষোভকারীকে না বেঁধে অরুন্ধতী রায়কে বেঁধে দেওয়া উচিত ছিল।

সেই টুইট নিয়ে তুমুল বিতর্ক হয়।

লেখিকা-সমাজকর্মী অরুন্ধতী রায় কাশ্মীরের আজাদির পক্ষে বহুবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন।