কলকাতা: সদ্য়ই অ্য়ামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), বিজয় ভার্মা অভিনীত থ্রিলার সিরিজ 'দহদ'। আর মুক্তির পরই তা উঠে এসেছে দর্শকের হিটলিস্টে। এই সিরিজে সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। আর এবার এই সিরিজের অভিজ্ঞতা ভাগ করে করে নিলেন অভিনেত্রী (Sonakshi Sinha)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই সিরিজের হাত ধরেই তাঁর নতুন করে অভিনয়ে অভিষেক হয়েছে।
অভিনেত্রী (Sonakshi Sinha) আরও জানান,' আমি এমন অনেক লোকের কাছ থেকে অনেক বার্তা এবং কল পাচ্ছি যাঁরা গত এক বছরে আমার সঙ্গে কথা বলিনি। এই সিরিজটি মানুষের পছন্দ হয়েছে কারণ এর গল্পটি সত্য়িই অপ্রতিরোধ্য। আমার পরিবারের প্রত্য়েকেই এই সিরিজটি পছন্দ করেছে।'
'দহদ' সিরিজে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) অঞ্জলি ভাটির চরিত্র অভিনয় করেছেন। যিনি নিম্নবর্ণের একজন মহিলা হওয়ার কারণে চাকরিতে বৈষম্যের শিকার। পাশাপাশি মায়ের থেকে অনবরত আসা বিয়ের চাপও সামলাচ্ছেন একা হাতে।
সোনাক্ষী (Sonakshi Sinha) জানান, 'এই চরিত্রের অফার আসার পর আমি জোয়া ও রিমাকে বলেছিলাম যে আমি ছাড়া আর কেউ এই চরিত্রে অভিনয় করছে না।'
আরও পড়ুন...
Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?
প্রসঙ্গত, ‘দহদ’ সিরিজের টিজার মুক্তি পাওয়ার পরই দর্শকের মধ্য়ে উন্মাদনার পারদ চড়ছিল। । সোশ্যাল মিডিয়ায় যে টিজারটি শেয়ার করা হয়েছিল, সেটায় প্রথমেই লেখা ছিল, 'অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। কিন্তু একটা তদন্ত চালু রয়েছে।' ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর। ধূসর টিজারের শেষে গাড়িতে চাবি ঘষার শব্দ শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোন চক্রে প্রাণ হারাতে হল এই ২৭ জন নারীকে, তারই কিনারা করতে দেখা যায় সোনাক্ষীকে।
এই সিরিজের পরতে পরতে রয়েছে রহস্য়। এই সিরিজের প্রেক্ষাপট রচিত হয়েছে রাজস্থানে। তাই সিরিজের অভিনেতাদের খুব ভালভাবে রপ্ত করতে হয়েছে এখানকার আঞ্চলিক ভাষা। এর পাশাপাশি সিরিজির গল্পের সঙ্গে সঙ্গেই উঠে এসেছে একাধিক সামাজিক সমস্য়ার কথা।
আরও পড়ুন...
Vastu Tips: দূর হবে শনির দোষ, অশুভ শক্তি থেকেও রক্ষা ; বাড়ির সামনে লাগান এই গাছ