মুম্বই: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের (Yami Gautam) ত্বকের বেশ কিছু সমস্যা রয়েছে। তিনি কেরাটোসিস পিলারিস নামে এক ত্বকের অসুখে ভুগছেন ছোটবেলা থেকে। অভিনেত্রীর ত্বকের অসুখের কথা অজানা নয় অনুরাগীদের। নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সে কথা প্রকাশ্যে জানিয়েছেন। কিন্তু শ্যুটিং করার সময় ত্বকের অসুখের কথা শোনার পরই অন্যান্য়রা তাঁকে কী পরামর্শ দিয়েছিলেন? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ইয়ামি।
বেশ কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম তাঁর ত্বকের অসুখের কথা প্রকাশ্যে জানান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে জানান যে, টিনএস বয়স থেকেই তিনি কেরাটোসিস পিলারিস নামে এক ত্বকের অসুখে ভুগছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি গৌতম বলেন, 'সেই সময় ত্বকের অসুখের কথা জানিয়ে পোস্ট করা খুব একটা কঠিন কাজ ছিল না। কিন্তু যেদিন থেকে প্রকাশ্যে অসুখের কথা আমি জানাই, সেদিন থেকে আমাকে নানা চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে পড়তে হয়েছে। যখনই শ্যুটিংয়ে যেতাম, বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে আমার সঙ্গে সেই প্রসঙ্গে কথা বলতেন। এবং আমাকে পরামর্শ দিতেন বিষয়টাকে চেপে রাখার জন্য। আমি যেন ত্বকের অসুখের কথা আর বিশেষ প্রকাশ্যে না আনি, তার পরামর্শও দিতেন। আর এই বিষয়টাই আমার মনে প্রভাব ফেলত।'
আরও পড়ুন - Celebrities Update: ক্যাটরিনা নয়, সারা আলি খানের সঙ্গে বাইকে ঘুরছেন ভিকি! ভিডিও ভাইরাল
ত্বকের অসুখের কথা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কী পোস্ট করেছিলেন ইয়ামি গৌতম? অভিনেত্রী লেখেন, 'হ্যালো আমার ইনস্টা পরিবার। সম্প্রতি আমি যখন পোস্ট প্রোডাকশনের কাজ করছি তখনই ছবিতে আমার ত্বকের কিছু সমস্যা চোখে পড়ে। এটাকে কেরাটোসিস পিলারিস বলে। আমি তখন নিজেকেই মনে মনে বললাম, এই ইয়ামি, কেন তুমি এটা নিয়ে এত বিব্রত বোধ করছ! এটা মেনে নাও আর খুব স্বাভাবিকভাবেই জীবন কাটাও।'
তিনি আরও লেখেন, 'তাঁদের জন্য যাঁরা এই অসুখটা সম্পর্কে জানেন না। কেরাটোসিস পিলারিস অসুখে ত্বকে ছোট ছোট ফোলাভাব দেখা দেয়। এগুলো ততটাও খারাপ নয় যতটা আপনার মনে ভাবনা আসছে কিংবা আপনার প্রতিবেশী বলতে পারে। যখন আমার টিনএজ, তখন থেকেই এই সমস্যা রয়েছে আমার। আর সত্যি কথা বলতে কি এই অসুখের কোনও সমাধানও নেই।'