নয়াদিল্লি: ‘পদ্মাবৎ’ ছবি নিয়ে দেশজুড়ে বিতর্কের সময় যেভাবে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর উপর হামলা হয়েছিল, তাতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করা রণবীর সিংহ। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। এই অভিনেতা বলেছেন, ‘আমি খুব রেগে গিয়েছিলাম। কারণ কিছুই আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হচ্ছিল, যা হচ্ছে সেটা অন্যায়। তাই আমি কিছু করতে চাইছিলাম। কিন্তু কিছুই করতে পারছিলাম না। কারণ, আমাকে কিছু না করার কথা বলা হয়েছিল। ফলে আমি প্রত্যাঘাত করতে পারছিলাম না। পরিচালক ও প্রযোজক যা বলেছিলেন, সেটা করতে আমি বাধ্য ছিলাম।’

‘পদ্মাবৎ’ মুক্তি পাওয়ার পর ৫০ দিন পেরিয়ে গিয়েছে। ছবিটি ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। তা সত্ত্বেও এই ছবির বিরুদ্ধে যেভাবে হিংসাত্মক বিক্ষোভ দেখানো হয়েছে, সেটে ভাঙচুর চালানো হয়েছে, বনশালীর উপর হামলা হয়েছে, তাতে এখনও ক্ষুব্ধ রণবীর। তিনি বলেছেন, ‘এটা যে ২০১৮ সাল, সেটাই আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই ঘটনা এতটাই অবাস্তব, আতঙ্কজনক ছিল। এটা ফ্যাসিজম। প্রথমে আমি হতবাক হলেও, পরে ক্ষুব্ধ হই। যেদিন প্রথম সেটে হামলা চালানো হয়, সেদিন আমার সেখানে থাকার কথা ছিল। হায়দরাবাদ থেকে বিমানে ওঠার সময় আমি সেটে হামলার খবর পাই। সেই ছবি দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হই।’