চণ্ডীগড়: আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের সংসারে এল নতুন সদস্য। বলিউডের প্রখ্যাত অভিনেতার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সকলকে বাড়ির নতুন ‘মেয়ে’-র পরিচয় সবার সঙ্গে করিয়ে দিয়েছেন। তাহিরা জানিয়েছেন তাঁর পরিবারে নতুন মেয়ে সদস্যের নাম ‘পিনাট’।

বাড়িতে আনা নতুন কুকুরছানার ছবি পোস্ট করে তাহিরা লিখেছেন, ‘আমাদের পরিবারের নতুন সদস্য। মেয়ের নাম পিনাট। ওকে নিয়ে আনন্দে ভাসছি। কেমন যেন আমার চুলের সংস্করণ। বাড়িতে নতুন বোন আনতে ছেলেরা ওকে পছন্দ করেছে, ওদের সঙ্গে আমিও। সবাই ওকে স্বাগত জানান।’



গত ১২ বছর ধরে সংসার করছেন আয়ুষ্মান ও তাহিরা, দুই ছেলে রয়েছে তাদের। চণ্ডীগড়ে বাবা-মা ও ভাইয়ের পরিবারের সঙ্গে একসঙ্গে থাকেন আয়ুষ্মান। অভিনেতা তথা আয়ুষ্মানের ভাই অপারশক্তি পরিবারের নতুন সদস্যের ছবি দেখে দ্রুত বাড়ি ফিরে তাঁকে আদর করার ইচ্ছাপ্রকাশ করেছেন ইনস্টাগ্রামেই।

ভূমি পেড়নেকর, টুইঙ্কল খান্না, দিয়া মির্জা সকলেই স্বাগত জানিয়েছেন আয়ুষ্মানের পরিবারের নতুন সদস্যকে। এই মুহূর্তে অবশ্য পরিবারের নতুন মেয়েকে স্বাগত জানাতে হাজির নেই খোদ আয়ুষ্মান। তিনি ব্যস্ত বাণী কপুরের বিপরীতে অভিষেক কপুরের ‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত।