মুম্বই: ইনিশিয়াল পাবলিক অফারিংয়েই দারুণ সাড়া পেয়েছে তারা। এবার এ দেশের শেয়ার বাজারে নাম লেখানোর প্রথম দিনেই চোখে পড়ার মত ফল করল কুইক-সার্ভিস রেস্তোঁরা চেন বার্গার কিং। আজ প্রথম দিন তাদের ওপেনিং প্রিমিয়াম ৯২.২৫ শতাংশ। ইনিশিয়াল পাবলিক অফারে তাদের ৮১০ কোটি টাকার IPO ১৫৬.৬৫ বার সাবস্ক্রাইব করা হয়েছে। শেয়ার পিছু দাম ঘোরাঘুরি করছে ৫৯-৬০ টাকার মধ্যে।

শেয়ার বাজার খোলার সময় বার্গার কিংয়ের দাম ছিল ১১৫.৩৫ টাকা। BSE-তে ইস্যু প্রাইস ছিল ৬০ টাকা, আবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শুরু হয় ১১২.৫০ টাকা দিয়ে, IPO প্রাইসের ওপর ৮৭.৫০ শতাংশ প্রিমিয়াম। আশা করা হয়েছিল, প্রথম দিন বাম্পার ওপেনিং পাবে, দেশের নানা শহরে খুলছে বার্গার কিংয়ের আউটলেট, উৎসাহী ক্রেতারা ভিড়ও জমাচ্ছেন সেখানে, পাশাপাশি প্রতিযোগী সংস্থাগুলি এই মুহূর্তে কিছুটা পিছিয়ে পড়েছে তাদের তুলনায়। সেইমত ভারতীয় সময় বেলা ১০টা ১৩ মিনিটে বার্গার কিংয়ের শেয়ারের দাম হয় ১১২ টাকা, BSE-র থেকে ৮৬.৬৭ শতাংশ বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে দাম ছিল ১১২.৪০ টাকা, যা বেশি ৮৭.৩৩ শতাংশ।

তবে ভারতে খুব বেশিদিন পা রাখেনি এই মার্কিন রেস্তোঁরা চেন, শেয়ার বাজারে তাদের নিয়ে উৎসাহ একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ২ বছরে তাদের বৃদ্ধি আরও ফুলে ফেঁপে উঠবে। এই মুহূর্তে দেশে তাদের ২৬৮টি স্টোর রয়েছে, এগুলির মধ্যে ৮টি হল ফ্রাঞ্চাইজি। এগুলি মূলত রয়েছে বিমানবন্দরগুলিতে, বাকিগুলি চালায় বার্গার কিং সংস্থা। ২০২৬-এর মধ্যে গোটা দেশে ৭০০-র মত রেস্তোঁরা খোলার লক্ষ্য রয়েছে তাদের।