নয়াদিল্লি: ‘সুলতান’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-দুটোই সুপারহিট। দারুণ খুশি অনুষ্কা শর্মা জানাচ্ছেন, এখন থেকে শুধুই রোলের গুরুত্ব বুঝে ছবি করবেন তিনি।
অনুষ্কা বলেছেন, আমার ছবি হিট করছে, অভিনয় দর্শকদের ভাল লাগছে-এ জন্য আমি খুশি। এ বছরটা আমার দুর্দান্ত কাটল। দিনের শেষে যখন আপনার কাজ, আপনার ছবি মানুষের ভাল লাগে, তখন আপনি স্বাভাবিকভাবেই ভাল থাকবেন।

‘সুলতান’-এর আরফা আর ‘অ্যায় দিল’-এর এলিজে-দুটো চরিত্রই অনুষ্কার প্রিয়। কারণ তারা আধুনিক নারী সমাজকে তুলে ধরেছে। তাঁর ধারণা, অভিনেতারা নিজেরা যে ধরনের মানুষ ও তাঁদের যে ধরনের চিন্তাভাবনা-সে ধরনের চরিত্রই তাঁরা চরিত্রায়নের জন্য পছন্দ করেন। কারণ তাঁরা জানেন, এইসব মানুষরা আছেন। যদিও তাঁদের সম্পূর্ণ চিনতে পারা তাঁদের পক্ষে সম্ভব নয়। অনুষ্কা নিজেই জানাচ্ছেন, আরফা ও এলিজে তাঁর সম্পূর্ণ চেনা নয় কিন্তু তিনি জানেন, এই মেয়েরা আছেন। গুরুত্বহীন চরিত্রে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব নয়।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কপূরের সঙ্গে কাজ করেছেন অনুষ্কা। এই জুটি এর আগে একসঙ্গে ‘বম্বে ভেলভেট’-এ কাজ করেছেন। আগের ছবির অভিনয়ের প্রভাব নয়া ছবিতে পড়বে বলে তাঁদের মনে হয়নি। অনুষ্কার কথায়, শিল্পীরা ওভাবে ভাবনাচিন্তা করেন না। পুরনো ছবির ব্যাগেজ তাঁদের নতুন ছবিতে বয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই আর তা ছাড়া রণবীর অত্যন্ত শক্তিশালী অভিনেতা। ‘অ্যায় দিল’-এর চরিত্র, গল্প সবই আলাদা। রণবীর ও তাঁর দুর্দান্ত বোঝাপড়ার জন্যই কর্ণ জোহর তাঁদের নির্বাচিত করেন বলে মনে করেন তিনি। তাঁদের দুর্দান্ত বন্ধুত্বই এই বোঝাপড়ার কারণ বলে অনুষ্কা জানিয়েছেন।

অনুষ্কা আরও বলেছেন, নিজের অভিনয়কে আরও জোরদার করতে নিস্তব্ধতার ওপর জোর দিচ্ছেন তিনি। ‘সুলতান’-এ তাঁর বন্ধুদের আরফাকে ছবির দ্বিতীয় পর্বে আরও পছন্দ হয়েছে যদিও তখন আরফার ডায়ালগ কম।

এরপর শাহরুখ খানের সঙ্গে ইমতিয়াজ আলির ছবিতে কাজ করবেন অনুষ্কা। মার্চে মুক্তি পাবে তাঁর নিজস্ব প্রযোজনার ছবি ‘ফিলাউরি’।