সেলিম ট্যুইটারে লিখেছেন, ‘একজন অভিনেতা আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সলমনের জন্য অসংখ্য অনুরাগীর ভিড় দেখে আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন যে, এ রকম তিনি এর আগে কখনও দেখেননি। তাঁকে বলেছিলাম, রাজেশ খন্নার বাড়ির সামনে এর থেকে অনেক বেশি ভিড় আমি দেখেছি’।
তিনি আরও লিখেছেন, ‘রাজেশ খন্না এই সহস্রাব্দের প্রথম ও শেষ সুপারস্টার। কেউ তাঁকে মধ্য মেধার বললে তাঁর জেনে রাখা উচিত, অসাধারণ না হলে কেউ ওই উচ্চতায় পৌঁছতে পারেন না’।
পরোক্ষে নাসিরুদ্দিনকে বিঁধে ‘শোলে’-র চিত্রনাট্যকার বলেছেন, হতাশা ও তিক্ততার কোনও চিকিত্সা নেই। কিন্তু তা এতদিন ধরে কেউ বয়ে বেড়াচ্ছেন বলে শুনিনি।
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাত্কারে নাসিরুদ্দিন বলেছিলেন, ’৭০-র দশকে বলিউডে মধ্যমেধার আমদানি হয়েছিল, আর তা এসেছিল রাজেশ খন্নার হাত ধরে। রজেশ খান্না ‘সাধারণ মানে’র অভিনেতা বলেও মন্তব্য করেন তিনি।
নাসিরুদ্দিনের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রজেশ খান্নার মেয়ে টুইঙ্কল এবং পরিচালক করণ জোহর। এবার সেলিমও সমালোচনায় সরব হলেন।