মুম্বই: মহাভারত নিয়ে যে ছবি হচ্ছে তাতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। প্রযোজন মধু মান্টেনার সঙ্গে ছবিটি সহ প্রযোজনাও করবেন তিনি।

জানা গিয়েছে, ২ পর্বে তৈরি হবে মহাভারত। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২১-এর দীপাবলীতে। ছবিটির গল্প বলা হবে দ্রৌপদীর দৃষ্টিভঙ্গী থেকে। দীপিকা বলেছেন, এমন একটি কালজয়ী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আপ্লুত, সম্মানিত। এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে।


প্রযোজক মধু মান্টেনাও বলেছেন, তাঁদের ছবির বৈশিষ্ট্য হল, তা দ্রৌপদীর দৃষ্টিভঙ্গী থেকে ঘটনা তুলে ধরবে। দ্রৌপদী আমাদের সাংস্কৃতিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ নায়িকাদের অন্যতম।

দীপিকা মেঘনা গুলজারের ছপাক ছবির শ্যুটিং শেষ করেছেন। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। এছাড়া তাঁকে দেখা যাবে ৮৩ ছবিতে, কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায়।