২০ বছর পর দক্ষিণী ছবিতে অভিনয় করছেন কাজল। ১৯৯৭-এ অরবিন্দ স্বামী ও প্রভু দেবার সঙ্গে ‘মিনাসারা কানাভু’ ছবিতে কাজ করেন তিনি। মুক্তি পেল কাজল-ধনুষের ছবি ‘ভিআইপি টু’-র প্রথম দুটি পোস্টার
ABP Ananda, Web Desk | 01 Jan 2017 03:44 PM (IST)
চেন্নাই: কাজল ও ধনুষ অভিনীত ছবি ‘ভিআইপি টু’-র প্রথম দুটি পোস্টার প্রকাশ্যে এল। এ দুটি টুইটারে পোস্ট করেছেন ছবির পরিচালক ও ধনুষের শালী সৌন্দর্যা রজনীকান্ত। প্রথম পোস্টারে দেখা যাচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ধনুষ ও কাজল একসঙ্গে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয়টিতে একদল যুবকের সঙ্গে ধনুষ চুমুক দিচ্ছেন চায়ের কাপে।