মুম্বই: মেয়ের জন্মের পর এই প্রথম সপরিবারে ছুটি কাটাতে গেলেন শাহিদ কপূর। মেয়ে মিশার সঙ্গে দুর্দান্ত সময় কাটছে তাঁর।

২৬ তারিখ ১ বছরে পড়বে মিশা। এখনই হাঁটি হাঁটি স্কুল যাওয়া শুরু করে দিয়েছে সে। তবে সে নেহাত নামেই স্কুল। বাবার সঙ্গে খেলে খেলে তার সময় কাটছে।

দেখুন শাহিদের পোস্ট করা ছবি