বিয়ে হলেও পদবি বদল নয়, টুইটারাইটকে সোজাসাপটা জবাব টুইঙ্কলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2016 04:16 PM (IST)
মুম্বই: টুইঙ্কল খন্নাকে হঠাৎই এক টুইটারাইট রূঢ় ভাষায় যেচে পরামর্শ দিয়েছেন, তিনি এখন বিবাহিত। তাঁর উচিৎ তাঁর স্বামী অক্ষয় কুমারের পদবি ব্যবহার করা, খন্না নয়। তাঁর বাবা ছিলেন কিংবদন্তি অভিনেতা রাজেশ খন্নায়। এরপরই নিজের টুইটার পেজে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জবাব দেন টুইঙ্কল। তিনি লেখেন আমার পদবি খন্নাই, এবং সবসময় খন্নাই থাকবে। এরসঙ্গে তিনি একটি হ্যাশট্যাগ ব্যবহার করেন #MarriedNotBranded, অর্থাৎ বিবাহিত, ব্র্যান্ডেড নয়। এখানেই থামেননি টুইঙ্কল। সেই ভদ্রলোককে মধুর ভাষায় পাল্টা ঠুকতেও ছাড়েননি টুইঙ্কল। তিনি জানিয়েছেন, যদি তাঁকে একান্তই স্বামীর পদবি ব্যবহার করতে হয়, তাহলে সেটা হবে ভাটিয়া হবে। কারণ, অক্ষয় কুমারের আসল নাম রাজীব ভাটিয়া। মিসেস ফানি বোনস নামে টুইটারে জনপ্রিয় টুইঙ্কল। ২০০১ সালে বিয়ে হয়েছিল টুইঙ্কলের অক্ষয়ের সঙ্গে। তাঁদের দুটি সন্তানও রয়েছে।